
কে এম আনিছুর রহমান,কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় একমাত্র সেবামুলক প্রতিষ্ঠান ডায়াবেটিক হাসপাতালে বিভিন্ন রোগ পরীক্ষা করার জন্য উন্নত মানের আইক্রমা নামে অত্যাধুনিক এক মেশিনের উদ্বোধন করা হয়। রোবাবর বিকাল ৫ টায় কলারোয়া পৌর সদরের ইউরেকা পেট্রোল পাম্প সংলগ্ন হাসপাতালের নিজস্ব ভবনে এ মেশিনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। মেশিনটি উপজেলা পরিষদের পক্ষ থেকে হাসপাতার কর্তৃপক্ষকে উপহার হিসেবে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ডায়াবেটিক হাসপাতালের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার, উপজেলা প্রকৌশলী আবেদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, হাসপাতালের সাধারণ সম্পাদক বিশিষ্ঠ সমাজসেবক ও ব্যবসায়ী তোজাম্মেল হক মানিক, দায়িত্বপ্রাপ্ত ডা. আবু বকর সিদ্দিক,কলারোয়া যাকাত ফাউন্ডেশন ও বৃত্তি ফাউন্ডেশনের সভাপতি মুহাদ্দেস আমিরুল ইসলাম বিলালী, কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার, রমজান আলী, হাসপাতালের ম্যানেজার বদরুজ্জামান বদরু,তরিকুল ইসলাম,ল্যাব টেকনিশিয়ান নুর জাহান বেগম প্রমুখ। মেশিনটি থাইরন হরমন টেষ্টসহ সকল হরমন টেষ্ট, সকল ডায়াবেটিক টেষ্ট, ও হার্ড ক্যান্সার রোগের পরীক্ষা করা যাবে বলে আয়োজকরা জানান।