কলারোয়া থানার ওসি’র এক বছরের সাফল্য


668 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কলারোয়া থানার ওসি’র এক বছরের সাফল্য
মার্চ ৩১, ২০১৮ কলারোয়া ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের ৩১ মার্চ কলারোয়া থানায় তাঁর যোগদানের এক বছর পূর্তি হলো । ২০১৭ সালের এই দিনে তিনি এ থানায় বারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন। এক বছরে কলারোয়ার সার্বিক আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে দিনরাত পরিশ্রম করে গেছেন তিনি। ব্যর্থতার চেয়ে সফলতা যেনো তাঁর হাতের মুঠোয়। তিনি ছোটখাটো সমস্যাকে সম্ভাবনায় রূপ দিতে পুলিশি কার্যক্রমের পাশাপাশি সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করেছেন জনতার সেবক হিসেবে। ফলশ্রুতিতে পেয়েছেন সাধারণ মানুষের ভালোবাসা, থানা এলাকাকে রাখতে পেরেছেন সন্ত্রাস-মাদক-জঙ্গি মুক্ত। মানুষের প্রত্যাশা আর প্রাপ্তি, সাধ আর সাধ্যের স্বপ্ন বাস্তবায়নের অভি প্রায়ে এগিয়ে চলেছেন তিনি।
থানা সূত্র জানায়- ওসি বিপ্লব কুমার কলারোয়া থানায় যোগদানের পর থেকে এক বছরে উপজেলার ২ হাজার ৬ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। যার মধ্যে জিআর ওয়ারেন্টভূক্ত ৭৭৫জন, সিআর ওয়ারেন্টভূক্ত ৩৩১জন। আর বিভিন্ন মাদক মামলায় ২১২জন, নাশকতা মামলায় ১৭৪জন, সাজা প্রাপ্ত ৪৭জন এবং নিয়মিত মামলায় ৪৬৭জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ২ হাজার ৬৭৬ বোতল ফেনসিডিল, ১হাজার ৭৮৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি গাঁজা, ২টি দেশীয় তৈরি অস্ত্র, ২ রাউন্ড গুলি, ১৪০ ভরি স্বর্ণ, ১১কেজি ১০০ গ্রাম রূপা উদ্ধার করে আইনগত ব্যবস্থাও নিয়েছেন তিনি।
জানা গেছে,সীমান্ত উপজেলা হিসেবে থানা এলাকাকে রেখেছেন যেকোন সময়ের চেয়ে নিরাপদ। রাজনৈতিকসহ বিভিন্ন উদ্বুদ্ধ পরিস্থিতিতেও কঠোর হাতে আইন-শৃঙ্খলা রেখেছেন স্বাভাবিক। ধর্ম-বর্ণ নির্বিশেষে মত-পার্থক্যের ঊর্ধে থেকে সরকারের উন্নয়নমূলক সাফল্যগুলো জনগণের সামনে তুলে ধরতে পুলিশি কার্যক্রমকে রেখেছেন বেগবান।
বৃহত্তর চট্টগ্রাম শহরে জন্ম নেয়াা ও বেড়ে ওঠা বিপ্লব কুমার নাথ একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। স্ত্রী ও এক পুত্র সন্তানকে নিয়ে ব্যক্তিগত পারিবারিক জীবনেও তিনি সফল। চাকরি জীবনে দেশের বিভিন্ন এলাকায় ও থানায় দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে।

ইন্সপেক্টর (পরিদর্শক) পদে পদোন্নতি হওয়ার আগে ও পরে তিনি একাধিকবার আইজিপি পদকপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও কলারোয়া থানায় যোগদানের আগে-পরে ভূষিত হয়েছেন জাতীয় পর্যায়ে মাদার তেরেসা স্বর্ণপদক, শেরে বাংলা একে ফজলুল হক স্বর্ণপদক, মহাত্মা গান্ধি স্বর্ণপদক, আন্তর্জাতিক মাতৃভাষা গোল্ড এ্যাওয়ার্ডেও।
অতিসম্প্রতি সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবেও সম্মননা পেয়েছেন জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের কাছ থেকেও।

বিভিন্ন সময়ে বিভিন্ন পদক ও পুরষ্কারে ভুষিত বিপ্লব কুমার জানান,কলারোয়া থানা এলাকাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত রাখতে যেকোন কঠোরতা নিতে পুলিশ পিছ পা হবে না। মাদক আর নাশকতাকারীদের কোন ছাড় নেই। তিনি বলেন- সরকারের সাফল্য যাতে কোনভাবে ম্লান না হয় সেজন্য এসপি মহোদয়ের নির্দেশনায় ও নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি ও যাবো।

ওসি বিপ্লব কুমার নাথ আরো বলেন- কলারোয়া থানায় সেবা পেতে টাকা লাগে না। সন্ত্রাসী, জঙ্গীবাদ, নারী নির্যাতনকারী ও এসব কাজে মদদ দানকারিদের সাথে থানা পুলিশসহ জেলা পুলিশ আপোষ করে না। সবমিলিয়ে গত এক বছরে কলারোয়া থানায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও বিভিন্ন মামলার আসামিদের আটকসহ উপজেলাকে শান্তিযোগ্য জনপদ হিসেবে পরিণত করতে বদ্ধ পরিকর।