
কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়া থানা পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম)।
রোববার দুপুরে তিনি এ থানা পুরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মারুফ আহম্মেদ, ওসি তদন্ত জেল্লাল হোসেন, সেকেন্ড অফিসার নাজিমুজ্জামান, এসআই জাহাঙ্গীর হোসেন, রইচউদ্দীন, সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান, সুবীর, শরিফুল ইসলাম, শারমিন সুলতানা শিখা, পিযুষ কান্তি, এ এস আই রাসেল রানা, মফিজুর রহমান, আলাউদ্দীন, মিজানুর রহমান, হালিম, মিলন হুসাইন, রবিউল ইসলাম প্রমুখ।
পরিদর্শনকালে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র কোন রাজনৈতিক দল যেন, সহিংসতা ঘটাতে না পারে, সে লক্ষ্যে আইণ শৃঙখলা বাহিনীকে কঠোর নজরদারি রাখার নির্দেশ প্রদান করেন। এছাড়া কলারোয়া থানার অফিসিয়াল বিভিন্ন কার্যত্রম ও থানার পরিবেশ পরিষ্কার পরিছন্নতা দেখে তিনি থানার ওসিকে প্রশংসা করেন।