
কলারোয়ায় প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায়া থানা চত্ত্বরে জব্দ করা কোটি কোটি টাকার মোটরযান, অযন্ত অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। মামলার নিষ্পত্তি,আইনের জটিলতা ও দীর্ঘসুত্রিতার কারণে থানা কম্পাউন্ডে শাতাধিক মোটরসাইকেল ও থানার প্রাচীরের মধ্যে মাইক্রোবাস,ট্রাক,প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন বছরের পর বছর পড়ে আছে।গতকাল কলারোয়া থানা কম্পাউন্ডে সরেজমিনে গিয়ে দেখা যায়, থানা ভবনের ভিতরের চত্ত্বরে খোলা আকাশের নীচে প্রায় শতাধিক মোটরসাইকেল পড়ে আছে। মোটরসাইকেল গুলো বছরের পর পড়ে থেকে রোদ বৃষ্টিতে ইঞ্জিনসহ ধাতক অংশে মরিচা পরে ভাংড়িতে পরিণত হয়েছে। আবার অনেক সময় ভাল অবস্থায় গাড়ি গুলো থেকে মুল্যবান যন্ত্রাংশ খুলে নেওয়া হয়। জব্দ করা মোটরসাইকেল গুলো অধিকাংশ ফেনসিডিল বহন করার অভিযোগে আটক করা হয়। আইনের হাত থেকে নিরাপদে থাকার জন্যই গাড়ির মালিকরা গাড়ি গুলো ফেরত নিতে আসে না। এ ছাড়াও মোবাইল কোটের মাধ্যমে লাইসেন্সবিহীন মোটরসাইকেল আটক করে থানা হাজতে নেওয়া হয়। কোটি টাকার গাড়ি গুলো ধংস হলেও আদালতের নিদের্শ না পাওয়ায় গাড়ি গুলো নিলামেও বিক্রি করা যাচ্চেনা। এ ধরণের মামলা গুলো নিস্পত্তি হতে সময় লাগে ১০/১২ বছর আবার অনেক সময় তার চেয়েও বেশী। ফলে রোদ,বৃষ্টি,ধলোবালিতে ততদিন গাড়ি গুলো চেনার উপায় থাকে না। এ ভাবে দেশের কোটি কোটি টাকার সম্পদ অযতেœ অবহেলায় নষ্ট হচ্ছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বহন, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন অপরাধে এধরণের মোটরযান গুলো আটক করে জব্দ করা হয়। তবে দীর্ঘদিন যাবৎ আদালতে এধরনের মামলার নিষ্পত্তি না হওয়ায় থানায় মোটরযান গুলো বছরের পর বছর পড়ে রয়েছে।