
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার বেলা ১১ টার দিকে এ উপলক্ষে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দ্বিতীয় বারের মতো মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি নেতা গাজী আক্তারুল ইসলাম। অনুষ্ঠানে পৌর সভার পক্ষ থেকে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র রফিকুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নব-নির্বাচিত মেয়র এ সময় নব- নির্বাচিত মেয়র আক্তারুল ইসলাম বলেন, পৌরসভার উন্নয়নে সকলে মিলে কাজ করতে হবে। তিনি নির্বাচিত সকল কাউন্সিলরকে একযোগে কাজ করার আহবান জানান। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নব নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস ফারহানা হোসেন, লুৎফুন্নেছা লুুতু ও সন্ধ্যা রানী বর্মন, এবং সাধারণ কাউন্সিলর মফিজুল ইসলাম, মাস্টার মনিরুজ্জামান বুলবুল, রফিকুল ইসলাম, মেজবাহউদ্দিন লিলু, শেখ জামিল হোসেন, আলফাজ হোসেন, জাহাঙ্গীর হোসেন, শেখ ইমাদুল হোসেন, আকিমুদ্দিন আকি,পৌর সচিব সাইফুল ইসলাম, প্রকৌশলী ওয়াজিহার রহমান, আনিছুর রহমান, আরিফ হোসেন, নাজমুল হোসেন, ইমরুল হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল¬ু, দপ্তর সম্পাদক এমএ সাজেদ, সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, জুলফিকার আলী প্রমুখ।