
কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়া পৌর সভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও নাগরিক সুবিধা নিয়ে পৌরবাসির সাথে মতবিনিময় সভা করা হয়েছে। বুধবার সকালে কলারোয়া পৌরসভা চত্বরে এ মতবিনিময় সভা করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, কলারোয়া পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রাণী বর্মন, দিথী খাতুন, শেখ জামিল হোসেন, রফিকুল ইসলাম, আকিমুদ্দীন আকি, জাহাঙ্গীর হোসেন, ইমাদুল ইসলাম, মেজবাহ উদ্দীন নিলু, শফিউল আলম শফি, আসাদুজ্জামান তুহিন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, রবিউল হাসান, মনিরুল ইসলাম মনি, আসলামুল আলম আসলাম, মাহবুবুর রহমান মফে, যুবলীগ নেতা লাভলুসহ ৯টি ওয়ার্ডের বিপুল সংখ্যক নাগরিকগন ও গণমাধ্যম কর্মী।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা গোলাম সরোয়ার।