
কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের নব গঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। এ সময় সংক্ষিপ্ত সময়ে এক মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
শনিবার বিকেলে উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন সাংবাদিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এলাকার সমস্যা ও উন্নয়নের প্রকৃত চিত্র তুলে ধরুন। নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করে নিজেদের বিকশিত করুন ও দেশকে এগিয়ে নিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, যুবলীগ নেতা আশিকুর রহমান মুন্না, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, যুগ্ম সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক কেএম আনিছুর রহমান, দপ্তর সম্পাদক এমএ সাজেদ, নির্বাহী সদস্য গোলাম রহমান, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, গোলাম রসুল প্রমুখ।