
কে এম আনিছুর রহমান,কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ৮ টায় কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে এ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন,জাকির হোসেন,নাজমুল হোসেন,কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সা.সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু,সাংবাদিক কে এম আনিছুর রহমান, এম এ সাজেদ, আতাউর রহমান, প্রধান শিক্ষক ইউনুছ আলী, মুজিবর রহমান, ওমর ফারুক, আসাদুজ্জামান আসাদ, তহমিনা পারভীন লিলি, বিলকিছ বানু, আরিফুজ্জামান কাকন, সিরাজুল ইসলাম, মহমুদুল হাসান, রমজান আহম্মেদ, রেজাউল করিম লাভলু, শেখ কামাল রেজা, জাহিদুর রহমান খান চৌধুরী, বাবুল বাসার প্রমুখ।
উদ্বোধনী খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঝাপাঘাট স্কুল ২—০ গোলে কয়লা স্কুলকে ,ইলিশপুর স্কুল ১—০ গোলে শাহাপুর স্কুলকে,সিংহলাল স্কুল ২—০ গোলে খোরদো বাটরা স্কুলকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করে। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ১২৩ মুরারীকাটি স্কুল ২—০ গোলে কামারালী স্কুলকে, জালালাবাদ স্কুল ১—০ গোলে ঝাপাঘাট স্কুলকে, ক্ষেত্রপাড়া স্কুল ২—১ গোলে লোহাকুড়া স্কুলকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করে। খেলাগুলো পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, মোশাররফ হোসেন, আবু সাঈদ, মোস্তাফিজুর রহমান। ধারাভাষ্যে ছিলেন মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন, প্রধান শিক্ষক আসাদুর রহমান ও শিক্ষক আব্দুল ওহাব মামুন।###
কলারোয়ায় এক ভাইয়ের মামলায় আরেক ভাই আটক
কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় জমাজমি সংক্রান্ত বিরোধের মামলায় খন্দকার শাহানুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। তিনি উপজেলার বোয়ালিয়া গ্রামের খন্দকার শামসুর রহমানের ছেলে। রোববার রাতে উপজেলার হঠাৎগঞ্চ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। থানা সুত্রে জানা গেছে, জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে সম্প্রতি ভাইয়ে ভাইয়ে মারামারী করলে এক ভাই বাদি হয়ে কলারোয়া থানায় একটি মামলা ( নং-১১,তারিখ১৫/৫/১৬ ইং) দায়ের করেন। সেই মামলার আসামী হওয়ায় তাকে আটক করা হয়েছে বলে থানার এস আই দিবাশীষ জানান। ###