
কে এম আনিছুর রহমান,কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় ৪৪ তম জাতীয় স্কুল-মাদরাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলের ফাইনাল খেলার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের খেলার সমাপ্ত হয়েছে। সোমবার বিকালে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত খেলায় কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল সোনাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে না পারায় ট্রাইবেকারে উভয় দল ৫টি করে শর্ট পেয়ে ৪টি গোল করে কলারোয়া জিকেএমকে পাইলট মডেল হাইস্কুল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সভাপতিত্বে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নবাগত উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবেদুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল¬াহ আমান, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, আব্দুর রব, বদরুজ্জামান বিপ¬ব, প্রধান শিক্ষক রুহুল আমিন, আজাহারুল ইসলাম, সাংবাদিক রাশেদুল হাসান কামরুল,শামছুল হক, ইবাদুল হক, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু সাংবাদিক কে এম আনিছুর রহমান, আরিফ মাহমুদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রকীব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ক.পা.ই সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, সিনিয়র শিক্ষক গোলাম রব্বানী, কাজী আব্দুল ওহাব, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, সাংবাদিক জুলফিকার,ফিরোজ জোয়ার্দ্দার মোস্তফা হোসেন বাবলু,ক্রীড়া শিক্ষক আব্দুল গফুর, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান, মাহফুজা খানম, নাজমুল হাসনাইন মিলন প্রমুখ।
খেলা পরিচালনা করেন রাশেদুজ্জামান রাশু, মোশাররফ হোসেন, নিয়াজ আহম্মেদ খান। খেলার ধারাভাষ্যে ছিলেন মাষ্টার শেখ শাহাজাহান আলী শাহিন, প্রভাষক রফিকুল ইসলাম, মাস্টার আব্দুল ওহাব মামুন ও জাহাঙ্গীর হোসেন।
উলে¬খ্য, কলারোয়া জিকেএমকে পাইলট মডেল হাইস্কুল ফুটবলে উপজেলার শ্রেষ্ট হওয়ায় জেলা পর্যায়ে আগামী ২৭ আগষ্ট বিকাল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে তারা খেলবে বলে উপজেলা শিক্ষা অফিস জানায়।
##
কলারোয়ায় শিশু আইন পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা
কে এম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় চাইল্ড সেফটি নেট প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু আইন-২০১৩ পর্যালোচনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলারোয়া পৌরসভা হলরুমে উপজেলার বিভিন্ন স্কুল থেকে ৩০ জন শিক্ষকের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চাইল্ড সেফটি নেট প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার পৌল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, শিশু আইন-২০১৩ আইন বিষয়ক তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা জর্জ কোর্টের এ্যাডঃ রবিউল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন এরিয়া কো-অর্ডিনেটর স্টিফেন বিশ্বাস, চাইল্ড সেফটি নেট প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশনের মনিটরিং এবং ইভালুয়েশন অফিসার জুলিয়াস আর্তার সরকার,সহায়ক আসমা খাতুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসেন, আবুল কালাম, জাকির হোসেন, হারুন-অর-রশিদ, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, শেখ নুরুল্লা¬াহ, আহসান উল¬াহ, ইউনুচ আলী, মুজিবুর রহমান, তৌফিকুর রহমান, বাবলুর রহমান, শহিদুল ইসলাম, রাফিজা খাতুন, হেনা বানু,তহমিনা লিলি প্রমুখ।
##
কলারোয়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে উত্তম চাষাবাদ পদ্ধতির উপর এক কর্মশালা
কে এম আনিছুর রহমান,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ইসলামী ব্যাংকের পল্ল¬ী উন্নয়ন প্রকল্পের সদস্যদের উত্তম চাষাবাদ পদ্ধতি ও বিভিন্ন ফসলের রোগ প্রতিরোধ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ইসলামী ব্যাংকের উদ্যোগে উপজেলার বামনখালী মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ভারপ্রাপ্ত ম্যানেজার আবিদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ বিপুল হোসেন। এর আগে অনুষ্ঠান শুরুতে কোরান তেলাওয়াত করেন ব্যাংকের সিনিয়র ফিল্ড অফিসার ওমর ফারুক, ইসলামী সংগীত পরিবেশন করেন ফিল্ড অফিসার জাহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন পল্ল¬ী উন্নয়ন প্রকল্পের অফিসার ও প্রকল্প কর্মকর্তা কামরুজ্জামান, প্রকল্প কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ। কর্মশালা শেষে দোয়া ও মোনাজাত করেন জুনিয়র ইউনিট অফিসার জালাল উদ্দিন।
কলারোয়ায় হোমিও কলেজের পক্ষ থেকে নবাগত ইউএনও’র ফুলেল শুভেচ্ছা
কে এম আনিছুর রহমান,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সভাপতি উত্তম কুমার রায়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পক্ষ থেকে এ ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন হোমিও কলেজের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক এম এ ফারুক, কলেজ অধ্যক্ষ আব্দুল বারিক, উপাধ্যক্ষ সাহিদুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ,কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ,সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল,হোমিওপ্যথিক মেডিকেল করেজ পরিচালনা পরিষদের সদস্য কামরুল ইসলাম সাজু, আফজাল হোসেন পলাশসহ হোমিও কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।