কলারোয়া সংবাদ ॥ এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত-৩২


485 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কলারোয়া সংবাদ ॥ এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত-৩২
এপ্রিল ২, ২০১৮ ফটো গ্যালারি শিক্ষা
Print Friendly, PDF & Email

কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
সাতক্ষীরার কলারোয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন শেষ হয়েছে। তবে অনুপস্থিত ছিলো ৩২ জন পরীক্ষার্থী।
এইচএসসি, এইচএসসি (বিএম) ও আলিম পরীক্ষায় কলারোয়া সরকারি কলেজ, বঙ্গবন্ধু মহিলা কলেজ, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ ও আলিয়া মাদরাসা কেন্দ্রে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ও অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থী ছিলো ৩০২৮ জন। এর মধ্যে প্রথম দিনে নিয়মিত পরীক্ষার্থী ছিলো ২৯৪৮জন। অংশ নেয় ২৯১৬ জন পরীক্ষার্থী।
উপজেলার মোট ১১টি কলেজ থেকে অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো এইচএসসিতে ১৬ জন ও এইচএসসি (বিএম)-এ ১৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে বিএম শাখায় সকাল সেশনে দ্বাদশ শ্রেণির ও বিকেল সেশনে একাদশ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন কেন্দ্র সূত্রে জানা গেছে- কলারোয়া সরকারি কলেজ কেন্দ্রে নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর মোট সংখ্যা ৪৮৮ জন। তাদের মধ্যে ৮০ জন অনিয়মিত পরীক্ষার্থী। ফলে প্রথম দিনের নিয়মিত পরীক্ষার্থী ছিলো ৪০৮ জন।
বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ৮৩০জন। অনুপস্থিত ছিলো ১১জন।
শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট এইচএসসি পরীক্ষার্থী ছিলো ২৯২জন। অনুপস্থিত ছিলো ৫জন। আর বিএম পরীক্ষায় সকাল সেশেনে (দ্বাদশ শ্রেণি) পরীক্ষার্থী ছিলো ৪৯৭ জন। অনুপস্থিত ছিলো ৬ জন। সেখানে বিকালে সেশেনে বিএম পরীক্ষায় (একাদশ শ্রেণি) মোট পরীক্ষার্থী ছিলো ৪৭০জন।
তবে বিকেল সাড়ে ৪টার একটু আগে মোবাইল ফোনে সেখানকার কেন্দ্র সচিব আমানুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগমের কাছে বিকেলের পরীক্ষায় অনুপস্থিতির তথ্য জানতে চাইলে তিনি বলেন- আমি এখনো তথ্য পাইনি।
আলিয়া মাদরাসা কেন্দ্রে বিএম পরীক্ষার সকাল সেশনে (দ্বাদশ শ্রেণি) মোট পরীক্ষার্থী ছিলো ২২৪ জন। অনুপস্থিত ছিলো ১ জন। বিকেল সেশনে বিএম পরীক্ষায় (একাদশ শ্রেণি) মোট পরীক্ষার্থী ছিলো ২২৭জন। অনুপস্থিত ছিলো ৯জন।
এদিকে, পরীক্ষা শুরুর ত্রিশ (৩০) মিনিট পূর্বে পরীক্ষার্থীরা স্ব স্ব কেন্দ্রে প্রবেশ করে। নিছিদ্র নিরাপত্তা আর নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করে সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। আইন-শৃংখলা বাহিনী, কক্ষ পরিদর্শকসহ পরীক্ষার দায়িত্বে থাকা সকলে ছিলো অত্যন্ত সতর্কতায়।
##
কলারোয়ায় ফেনসিডিল-গাঁজাসহ দুই ব্যক্তি আটক
কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
সাতক্ষীরার কলারোয়ায় ফেনসিডিল ও গাঁজা উদ্ধারসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ।
সোমবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব কিছুসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মোকছেদ আলী মন্ডল (২৫) ও পৌরসদরের গোপিনাথপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে গোলাম মোস্তফা মোড়ল (৩৮)।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, সোমবার ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই দুই ব্যক্তি তাদের স্ব-স্ব বাড়িতে ফেনসিডিল ও গাঁজা বিক্রয় করছে। পরে থানার এসআই ইসমাইল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ২০ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করে। এমনকি আটককৃতদের সাতক্ষীরার বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও ওসি জানান।
##
জেলা যুবলীগ নেতা কাজী সাহাজাদাকে বহিস্কারের খবরে পাল্টা অভিযোগ
কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি কাজী সাহাজাদকে সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য’র পদ থেকে বহিষ্কার করার খবর পাওয়া গিয়েছে। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়। তবে সেটা প্রত্যাখ্যান করে পাল্টা নান্টু-ই বহিষ্কৃত বলে দাবি করেছেন যুবলীগ নেতা সাহাজাদা।
এশাধিক সূত্র জানায় – বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক মো. জহিরুল ইসলাম নান্টু স্বাক্ষরিত এক পত্রে জেলা আহবায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন অনু, মো. তুহিনুর রহমান ও কাজী শাহাজাদাকে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের অপরাধে গঠনতন্ত্রের ২৩ অনুচ্ছেদ মোতাবেক জেলা আহবায়ক কমিটির সদস্য পদ হতে সাময়িক অব্যাহতি দেওয়া হল।
এদিকে, কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদ জানান- জেলা যুবলীগের কথিত যুগ্ম আহবায়ক নান্টু নিজেই বহু আগে থেকেই যুবলীগ থেকে বহিষ্কৃত। বর্তমানে তিনি একজন ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী। আমরা থানা ও জেলা যুবলীগের পক্ষ থেকে নান্টুর দেয়া পত্রটি ঘৃনাভরে প্রত্যখ্যান করি। পাশাপাশ বিষয়টি নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

##

কলারোয়ার রামকৃষ্ণপুর গার্লস হাইস্কুলে সভাপতি ওয়াদুদ ঢালী
কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর সৈয়দ কামাল বখত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নয়া সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ঢালী। সোমবার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। বেলা ১২টার দিকে ভোট প্রদান শুরু হয়ে শেষ হয় বেলা ১ টায়। বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা যথারীতি ভোট প্রদান করলেও সাদা ব্যালট জমা দেন। শিক্ষক প্রতিনিধি ছাড়া প্রদত্ত ৫টি ভোটের মধ্যে সভাপতি পদে সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ঢালী ৪ ভোট এবং একমাত্র প্রতিদ্বন্দি প্রার্থী সোনাবাড়িয়া ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি আলমগীর কবির মিঠু পান ১ ভোট। নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনছুর আলী, ৬নং সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

##