
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ওফাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক সাজ্জাত হোসেনের সংবর্ধনা অনুষ্ঠান ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে স্কুল চত্ত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেখ ফিরোজ আহম্মেদ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২নং যুগিখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রবিউল হাসান, সদ্য যোগদানকারী স্কুলের প্রধান শিক্ষক সাজ্জাত হোসেন,সহকারী শিক্ষক মাহমুদা খাতুন,মেহেবুবা সুলতানা, ওসমান গনি,হুসনিয়ারা শরিফা, সুভাষণী বর্মন। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক রোকেয়া খাতুন, আরশাদ আলী, ৫ম শ্রেণির ছাত্র রাহিম হোসেন, ৪র্থ শ্রেণির ছাত্র শ্রী চয়ন কুমার ও ২য় শ্রেণির ছাত্রী তারমিন সুলতানা,সাংবাদিক মোস্তফা হোসেন বাবলু।
##
কলারোয়ায় এসডিএফের উদ্যোগে এক অবহিতকরণ কর্মশালা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) উদ্যোগে দরিদ্র ও হতদরিদ্রদের স্বাবলম্বী করার লক্ষ্যে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে কলারোয়া উপজেলা অফির্সাস ক্লাবে নতুন জীবন লাইভলীহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় (এনজেএলআইপি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অর্থায়নে সাতক্ষীরা জেলা এসডিএফের আয়োজনে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালাটি উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা এসডিএফের ব্যবস্থাপক কাজল চন্দ্র দে। এসডিএফের কার্যাবলী নিয়ে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, এম এ সাজেদ, গোলাম রহমান,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, কৃষি কর্মকর্তা মহসিন আলী,যুব কর্মকর্তা আজিজুল হক,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিপুল হোসেন,পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ,জনস্বাস্থ্য কর্মকর্তা আমিনুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার ময়না,প্রাথমিক শিক্ষা অফিসার আকবার হোসেন,সোনালী ব্যাংকের ম্যানেজার মনোতোষ সরকার, পুবালী ব্যাংকের ম্যানেজার উজ্জ্বল হোসেন, ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ, আসলাম হোসেন, ইউপি সচিব আনিছুর রহমান, এসডিএফের ১নং ক্লাষ্টার অফিসার মোস্তফা,২নং ক্লাস্টার অফিসার শাহানুর রহমান, মোস্তফা ৩নং ক্লাষ্টার অফিসার বুলবুল আলম, সহকারী অধ্যাপক হারুন-অর-রশীদ,এসডিএফ কর্মকর্তা ২নং ক্লাষ্টারের ক্লাষ্টার ফ্যাসিলিটেটর শাহজাহান সিরাজ প্রমুখ। এর আগে অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন কলারোয়া উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম ও গীতা পাঠ করেন এসডিএফের কর্মকর্তা ঝরনা রানী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এস ডিএফের জেলা কর্মকর্তা ঝরনা রাণী ও জাহাঙ্গীর আলম।