কলারোয়া সংবাদ ॥ কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সভা


422 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কলারোয়া সংবাদ ॥ কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সভা
এপ্রিল ৫, ২০১৬ কলারোয়া ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কে এম আনিছুর রহমান : সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, সহকারী অধ্যাপক এমএ কালাম, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপজেলা প্রকৌশলী আবেদুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এসএম আতিকুজ্জামান, কৃষি কর্মকর্তা মহাসীন আলী, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার ময়না, প্রধান শিক্ষক মুজিবর রহমান, ওএস প্রভাস তরফদারসহ সরকারি সকল কর্মকর্তা ও প্রতিটি ইউনিয়নের সচিবগণ।
##

কলারোয়ায় বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বি,এম নজরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, অধ্যাপক এম এ ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, অধ্যক্ষ মুহা. আয়ুব আলী, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপজেলা প্রকৌশলী আবেদুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এসএম আতিকুজ্জামান, কৃষি কর্মকর্তা মহাসীন আলী, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার ময়না, প্রধান শিক্ষক মুজিবর রহমান, আশরাফ হোসেন, সঙ্গীত শিল্পী শিলা রানী হালদার প্রমুখ। প্রস্তুতি সভায় আগামী ১ বৈশাখ বাংলা নববর্ষ প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল সাজে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন।
##

কলারোয়ার আলাইপুরে নার্গিস পিয়ারী বানু’র ৫ম মৃত্যুবার্ষিকী পালন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৩নং কয়লা ইউনিয়নের ১নং ওয়ার্ডের (আলাইপুর) নবনির্বাচিত মেম্বার শেখ আবুল ফজলের স্ত্রী মরহুমা নার্গিস পিয়ারী বানু’র ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার দুপুরে শেখ আবুল ফজলের আলাইপুরস্থ বাড়িতে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়লা ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রউফ, কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, শিক্ষক আবু বকর ছিদ্দীক, মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, সমাজসেবক আতিয়ার রহমান, শেখ মকফুর রহমান, শেখ মকছুদ, আলহাজ্ব রেজাউল ইসলাম স্বপন, রাজা, শেখ এরশাদ আলী, গোলাম রসুল, মহিলা মেম্বার রাবেয়া খাতুন, ফারুক, তবিবর রহমান, অহিদুর রহমান, রাজু প্রমুখ। দোয়া অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, মাওলানা আজিজুর রহমান, মাওলানা নজরুল ইসলাম। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা তৈয়বুর রহমান। উল্লেখ্য, ২০১১ সালের এই দিনে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে নার্গিস পিয়ারী বানু চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছিলেন।
##

আজ সাংবাদিক কামরুলের বড় ভাই ইসমাইলের ৫ম মৃত্যুবার্ষিকী

সাতক্ষীরার কলারোয়া আজ মঙ্গলবার বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুলের বড় ভাই প্রয়াত ইসমাইল হোসেন বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী। মরহুমের জন্য সকলের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করেছেন তাঁর একমাত্র পুত্র আব্দুল্যাহেল জাবেদ লিংকন ও একমাত্র কন্যা রোকসানা পারভীন পারুল। উল্লেখ্য, ২০১১ সালের ৫ এপ্রিল দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন । তিনি কলারোয়া পৌরসভার মির্জাপুর গ্রামের মরহুম মুছা আলী শেখের বড় পুত্র ইসমাইল হোসেন বাবু।
##