
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় প্রকাশ্যে দিবালকে এক মুদি দোকানদারকে প্রাণ নাশের হুমকী দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার সকালে উপজেলার সিংগা বাজারের মুদি দোকানদার রুস্তম আলীকে এ হুমকী দেওয়া হয়।
উপজেলার সিংগা গ্রামের মৃত রশিদ আলী দালালের ছেলে মুদি দোকানদার রুস্তম আলী জানান,পূর্ব শত্রুতার জের ধরে গত কয়েকদিন যাবৎ উপজেলার নাথপুর গ্রামের ওজিয়ার রহমানের ছেলে আমজাদ হোসেন বিভিন্নভাবে তার নিকট দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় বিভিন্ন সময়ে প্রাণ নাশের হুমকী দিয়ে আসছে।
এক পর্যায়ে গত শুক্রবার সন্ধ্যা ও শনিবার সকাল ৯ টার দিকে দুই দফায় চিহ্নিত সন্ত্রাসী আমজেদ হোসেন,হুলুলিয়া গ্রামের আজগর আলীর মেয়ে জামাই আজগরসহ ৩/৪ জন ভাড়াটিয়া সন্ত্রাসীরা সিংগা বাজারে তার দোকানে এসে প্রকাশ্যে দিবালকে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে প্রাণ নাশের হুমকীসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার হুমকী-ধামকী দিয়ে ফ্লিম ইস্টাইলে চলে যায়।
এ ঘটনায় দোকানদার রুস্তম আলীর ছেলে সোহরাব হোসেন বাদী হয়ে ওই দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনের নামে শনিবার সন্ধ্যায় কলারোয়া থানায় চাঁদা দাবির অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি জানান।
####
কলারোয়ায় সামাজিক সুরক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক সুরক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার বিকেলে লাঙ্গলঝাড়া ইউনিয়ন সামাজিক উদ্যোগ ফোরাম, মানুষের জন্য ফাউন্ডেশন ও অগ্রগতি সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সামাজিক সুরক্ষা ফোরামের সভাপতি অধ্যাপক এম এ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া খাদ্য গুদাম কর্মকর্তা আবু বকর সিদ্দিক, অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুল হক, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সভাপতি গোলাম রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক অধ্যাপক কেএম আনিছুর রহমান, অগ্রগতি সংস্থার স্পীচ প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মহিবুল হক, ইউনিযন ফ্যাসিলিটেটর ফারুকুল ইসলাম, সাংবাদিক এমএ সাজেদ, গোলাম রসুল প্রমুখ।
মেলায় স্টল দেওয়াসহ সামাজিক অধিকার বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন জিএম আনোয়ারুল কবীর।