
কে এম আনিছুর রহমান,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলারোয়া পৌর সদরের ইউরেকা পেট্রোল পাম্প সংলগ্ন ডায়াবেটিক হাসপাতালের নিজস্ব ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডায়াবেটিক হাসপাতালের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডায়াবেটিক হাসপাতালের সহ-সভাপতি কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, সাধারণ সম্পাদক শেখ মোফাজ্জেল হোসেন মানিক, অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহীদুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন. কলারোয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী জাহিদ,রমজান আলী, আব্দুস সাত্তার, ডায়াবেটিক হাসপাতালের ম্যানেজার শেখ বদরুজ্জামান, শিক্ষক মাসউদ পারভেজ মিলন, আব্দুল ওহাব মামুন, কামরুল ইসলাম সাজু, থানার পিএসআই প্রদীপ, পুলিশ কনস্টেবল তহিদুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় কলারোয়া ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
##
কলারোয়ায় জাতীয় কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় কৃষক সমিতির সম্মেলন ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কলারোয়া পৌর সদরের এমআর ফাউন্ডেশন চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক সমিতির আহবায়ক অধ্যাপক সাবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা ওয়ার্কার্সপার্টির সদস্য অধ্যাপক ময়নুল হোসেন, জেলা যুব মৈত্রির সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর। সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ কে সভাপতি ও সন্তোষ কুমার পালকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কলারোয়া উপজেলা কৃষক সমিতির কমিটি গঠন করা হয় কমিটির অন্য সদস্যরা হলেন সহ.সভাপতি বদরুজ্জামান, মোস্তফা গোলদার, সহকারী সা.সম্পাদক তৌহিদুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, স্বেচ্ছাসেবক সম্পাদক পিজুষ কুমার রায়, প্রচার সম্পাদক সাইফুদ্দীন, দপ্তর সম্পাদক আতিয়ার রহমান, আইন বিষয়ক সম্পাদক আজিজুল হক আনছারী, অর্থ সম্পাদক আবু হায়াত বাবু, সদস্য- অধ্যাপক জাভিদ হাসান, অধ্যাপক ময়নুল হাসান, মমতাজ বেগম, জামাল উদ্দীন, সুব্রত কুমার দাস, বাবলু রহমান, রিপন গাজী, রবিউল ইসলাম, আব্দুল্লাহ, আ.সবুর মোল্যা, আ.মোতালেব, আ.মজিদ, নিছার মোল্যা, লিয়াকত সরদার, নূর ইসলাম মোল্যা, সাজ্জাদ হোসেন, শরীফুজ্জামান ও মাছুরা খাতুন।
##
কলারোয়ায় মহিলাসহ ৩ ব্যক্তি আটক
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া পুলিশ অভিযান চালিয়ে মহিলাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে । শনিবার ভোর রাতে উপজেলার ওফাপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার ওই গ্রামের গহর আলি ঢালীর ছেলে সাহেব আলি (৪৫), তার স্ত্রী নুরজাহান খাতুন(৩৮) ও আকিমুদ্দিন ঢালির স্ত্রী দেলোয়ারা খাতুন(৩৭)। । আটককৃতের বিরুদ্ধে কলারোয়া থানায় মারামারি মামলা(১০),৮/১/১৬ থাকায় তাদেরকে আটক করে জেল হাজতে পাঠান হয়েছে বলে সরসকাটি পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই তানভির জানান ।