
কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে নুরুল ইসলাম (৩২) নামের এক যুবককে হাতে হ্যান্ডকাপ পরিয়ে, চোখ বেধে উলুঙ্গ করে মধ্যযুগীয় কায়দায় নির্যাচনের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরের উপজেলার জয়নগর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামের একটি বিলে মাছের ঘেরে । আহত নুরুল ইসলাম (৩৪) পার্শ্ববর্তী রায়টা গ্রামের মৌলভী রুহুল আমীনের ছেলে।
আহত নুরুল ইসলাম জানান-মঙ্গলবার দুপুরে নীলকন্ঠপুর বিলে একটি মাছে ঘেরের জমিতে রোপনকৃত বোরো ধানে পানি দিতে যান তিনি। শ্যালো মেশিন স্টার্ট করে মেশিন ঘরে ঠোঙে শুয়ে ছিলেন তিনি। এ সময় অপরিচিত এক ব্যক্তি টোঙ ঘর এলাকায় ঘোরাফেরা করে চলে যায়। এর পরপরই ৭/৮ জন ব্যক্তি ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে তার কাছে ইয়াবা ট্যাবলেট আছে অভিযোগ এনে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, চোখ বেধে উলুঙ্গ করে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারপিট করে। প্রায় ঘন্টাব্যাপী নির্যাতনের পরে তারা হ্যান্ডকাপ ও চোখের বাধন খুলে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এসময় তিনি অজ্ঞাত ওই ব্যক্তিদের একজনের হাতে একটি পিস্তল দেখতে পান। পরে অতিকষ্টে সেখান থেকে বাড়িতে ফিরে পরিবারের সাথে বিষয়টি জানালে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তিদের খুজে পাননি। তবে ওই অজ্ঞাত ব্যক্তিরা নীলকন্ঠপুরের জনৈক মোস্তর বাড়িতে নাস্তা করে চলে যায় বলে আহত নুরুল জানান।
সন্ধ্যায় কলারোয়া হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আহত নুরুল বাড়িতে অবস্থান করছে বলে তিনি জানান। তিনি আরো জানান-এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, ডিবি পুলিশ’ পরিচয়ে অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা এমন ঘটনায় ওই এলাকায় জনমনে ভীতি ও আতংক বিরাজ করছে বলে স্থানীয়রা জানায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ¬ব কুমার নাথ জানান- এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
##
কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের ৯ শিক্ষার্থীর বৃত্তি লাভ
কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
সাতক্ষীরার কলারোযা শিশু ল্যাবরেটরী স্কুল থেকে ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২ ট্যালেন্টপুলসহ ৯ পরীক্ষার্থী বৃত্তি লাভ করেছে। স্কুলের নজরকাড়া এই সাফল্যে ভীষণ খুশি শিক্ষার্থীসহ অভিভাবক ও সুধিবৃন্দ। প্রধান শিক্ষক মোঃ ইমদাদুল হক মঙ্গলবার সাংবাদিকদের জানান, এবারের (২০১৭) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ২১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে ২ জন ট্যালেন্টপুলসহ ৯ জন বৃত্তি পেয়েছে। জিপিএি-৫ ও পেয়েছিলো ৯ জন। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এ স্কুলের এই অভাবনীয় সাফল্যের বিষয়ে প্রধান শিক্ষক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, প্রতি বছরই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় স্কুলের শিক্ষার্থীরা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এবারও এর ব্যতিক্রম হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়মিত সাপ্তাহিক পরীক্ষা, বিষয়ভিত্তিক বোচিং ও প্রস্তুতিমূলক পরীক্ষাসহ প্রতিটি বিষয়ে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকবৃন্দ আন্তরিক ও যতœশীল হওয়ায় সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে। এ স্কুলের এবারের (২০১৭) বৃত্তিপ্রাপ্তরা হলো: ট্যালেন্টপুলে মাকসুদুজ্জামান লিমন ও ফাহিম আহমেদ এবং সাধারণ গ্রেডে অর্পণ ঘোষ, আবির আল হুসাইন, রাতুল হাসান অনিক, বিপ্লব হোসেন, ইশরাত জাহান সাওমি, ত্রয়ী তানজিম ও অহোনা ইসলাম।
##
সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদে এক জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ইউপি সদস্য কামরুজ্জামানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় ইউপি সদস্যরা বলেন, সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম এক জনপ্রিয় চেয়ারম্যান, এই ইউনিয়নে কোন প্রকার অপরাধ জনিত কাজ তিনি হতে দেন না। এই জন্য তিনি কয়েক বার জাতীয় ভাবে পুরুস্কার পেয়েছেন। এলাকার কিছু চোরাচালানী তার উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন স্থানে চেয়ারম্যানের বিরুদ্ধে হয়রানী মূলক তথ্য দিয়েছে। যাহ যুগান্তর পত্রিকায় প্রকাশ হয়েছে। আলোচনা সভায় এঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন ইউপি সদস্য হাশেম আলী, রফিকুল ইসলাম, হাসানুজ্জামান হাসান, আরশাদ আলী, লিয়াকত আলী, রোকসানা পারভীন, রেহেনা খাতুন, শিরিনা খাতুন প্রমুখ। একই সাথে দেশ প্রেমিক, সৎ, নিষ্ঠাবান এই চেয়ারম্যানকে রক্ষায় পুলিশ, গোয়েন্দা সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
##