
কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
‘বঙ্গবন্ধুর জন্মদিন : রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জম্মবার্ষিকী ও ৯৯ তম জম্মদিন এবং জাতীয় শিশু দিবস ২০১৮ পালিত হয়েছে। শনিবার এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদে স্থাপনকৃত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল অর্পন শেষে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, অধ্যাপক এমএ ফারুক, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ প্রমুখ। পরে সেখানে চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠাটি পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার নওশের আলী। এদিকে একইভাবে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল,কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, হিজলদী কমিউনিটি ক্লিনিক,সিংগা হাইস্কুল,কাজীরহাট হাইস্কুল, কাজীরহাট বালিকা বিদ্যালয়, বেত্রবতী হাইস্কুল, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ, কাজীরহাট ডিগ্রী কলেজ,চন্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,কামারালী হাইস্কুল,সরসকাটি হাইস্কুল, বালিকা বিদ্যালয়,স্বাধীনতা শিক্ষক পরিষদ, কয়লা হাইস্কুল,সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন।
##
কাজীরহাট বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধু’র জন্মদিন পালন
কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
সাতক্ষীরার কলারোয়ার কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষ্যে স্কুলের আয়োজনে স্কুলের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মোহাঃ শামছুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে শিক্ষার্থীদের সামনে বঙ্গবন্ধুর আদর্শ,চিন্তাভাবনা এবং তার জীবনাদর্শ সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা শেষে শিক্ষাথীদের মধ্যে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
##
কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মদিনে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা
কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
সাতক্ষীরার কলারোয়ায় ইসলামিক ফাউন্ডেশন’র আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন ভবনে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাওলানা আসাদুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া ইসলামিক ফাউন্ডেশন’র সাধারণ কেয়ারটেকার শামসুর রহমান, আব্দুল মুকিম, এরশাদ আলী, মহিদুল ইসলাম, হাফিজুল ইসলামসহ বিপুল সংখ্যক ইমাম ও সদস্যবৃন্দ । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইসলামিক ফাউন্ডেশন’র মডেল কেয়ারটেকার সিরাজুল ইসলাম।
##
কলারোয়ায় আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
সাতক্ষীরার কলারোয়া উপজেলা আ’লীগের উদ্যোগে পৃথকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জম্মবার্ষিকী ও ৯৯ তম জম্মদিন এবং জাতীয় শিশু দিবস ২০১৮ পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় এ উপলক্ষ্যে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে ভুমি অফিস সংলগ্ন আ’লীগ অফিসে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান মালী, আব্দুল আজিজ, ইউপি সদস্য এরশাদ আলী, ফৌর আ’লীগের সভাপতি আজিজুর রহমান, ছাত্রলীগ নেতা রাসেল,সৈনিক লীগের আহবায়ক রুবেল মল্লিক। এর আগে কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপরদিকে বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভাইস ছেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেনের নেতৃত্বে এ দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
##