কলারোয়া সংবাদ ॥ সাংবাদিক আনিছুর রহমানের ল্যাবটপ চুরি।


695 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কলারোয়া সংবাদ ॥ সাংবাদিক আনিছুর রহমানের ল্যাবটপ চুরি।
আগস্ট ১১, ২০১৫ কলারোয়া ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমানের ল্যাবটপ চুরি হয়ে গেছে। সোমবার সন্ধ্যায় কলারোয়া বাজারে তার নিজস্ব মোটরসাইকেল থেকে এ ল্যাবটপ  চুরি হয়ে যায়। জানা গেছে, সোমবার মাগরিবের আজানের ১৫ মিনিট আগে তিনি তার মোটর সাইকেলের পেছনে ব্যাংকারে ল্যাবটপের ব্যাগটি ঝুলিয়ে দিয়ে কলারোয়া মুরগীহাটে যান। মোটরসাইকেলে বসে মুরগী বিক্রেতার সাথে কথা বলার সময় পেছন থেকে ল্যাবটপের ব্যাগটি কে বা কারা চুরি করে নিয়ে যায়। মাগরিবের আজান দিলে নামাজে যাওয়ার সময় পেছনে নজর গেলে দেখা যায় ব্যাগটি নেয়। অনেক খোজা খুজির পরেও সেটির কোন খোঁজ মেলেনি। ব্যাগটির মধ্যে একটি ল্যাবটপ,কিবোর্ড, চার্জার,পেনড্রাইপ,কার্ডরিডার,প্রয়োজনীয় খাতাপত্রসহ বেশ কিছু জিনিসপত্র ছিল যার আনুমানিক মুল্য ৪০ হাজার টাকা।
##
কলারোয়ার জয়নগরে পানি বন্দিদের মাঝে ত্রানের চাল বিতরণ
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় ১নং জয়নগর ইউনিয়নে ৪০০ পানিবন্দি দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মাথা পিছু ১০ কেজি করে ত্রানের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে স্থানীয় সরসকাটি বাজারে ইউনিয়ন পরিষদে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন এ চাউল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মদ,ইউপি সদস্য জয়দেবসাহা, আব্দুল ওহাব, আব্দুল লতিফ, মাহবুবুর রহমান, আবু বকর সিদ্দিক, রওশন গাজি, বিপ্র, প্রমুখ।