
কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় বাল্য বিবাহ, মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত সোনাবাড়ীয়া গড়ার লক্ষ্যে সোনবাড়িয়া সোনাবাড়ীয়ায় ফুটবল একাদশ একাডেমির উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সোনাবাড়িয়া ফুটবল মাঠে সাত্তার একাদশ ও মোমিনুর একাদশ এ খেলায় অংশ গ্রহন করে। খেলায় সাত্তার একাদশ ৩/২গোলে মোমিনুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সোনাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, সোনাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, ইউপি সদস্য রেহেনা পারভীন, লিয়াকত আলী, কামরুল ইসলাম, আবু হাসান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু সিদ্ধেশ্বর চক্র বর্তী, মঠ মন্দির পরিচালনা পরিষদের নেতা সু-প্রসাধ চৌধুরী, মহুরী শ্যামল, সৈয়দ আলী, আলিমুদ্দিন, আক্তারুল ইসলাম, ময়নদ্দিন, নেওয়াজ, রানা, প্রিন্স, ক্যাপ্টেন মনি, এজাজ, রিফারী সোহাগ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।###
কলারোয়ায় গৃহহীন ও ভুমিহীন যাচাই-বাচাই অভিযান শুরু
কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় গৃহহীন ও ভুমিহীন যাচাই-বাচাই অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সানজিদা জেসমিন উপজেলার দেয়াড়া, যুগিখালী, জয়নগর, জালালাবাদ ও কয়লায় পরিদর্শন করে এই যাচাই-বাচাই এর কাজ শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, রবিউল হাসান, শামসুদ্দিন আল মাসুদ বাবু, শওকাত আলী ও শেখ ইমরান হোসেন, সার্ভিয়ার সাইদুর রহমান ও সাট্টিফিকেট সহকারী শাহিনুর আলম প্রমুখ।##