কলারোয়া সংবাদ ॥ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি বহি:বিভাগ চিকিৎসা ক্যাম্পাইন উদ্বোধন


768 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কলারোয়া সংবাদ ॥ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি বহি:বিভাগ চিকিৎসা ক্যাম্পাইন উদ্বোধন
মার্চ ৮, ২০১৬ কলারোয়া ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

গতকাল সোমবার বিকালে সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ফ্রি বহিঃবিভাগ চিকিৎসা ক্যাম্পাইন উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় চিকিৎসা ক্যাম্পাইন উদ্বোধণ ঘোষণা করেন। উদ্বোধণী সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, আলহাজ্ব ইউনুচ আলী, সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুজ্জামান সাজু, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ এমএ বারিক, ডাঃ প্রভাষক হাবিবুর রহমান, ডাঃ ফতেমা খাতুন, আব্দুল¬াহ ফারুক, আফিফা খাতুন, নারগীছ পারভীন, লাইব্রেয়ান হুরবানু পারভীন, হাসপাতাল প্রধান সহকারী তৌহিদুর রহমান, অফিস সহকারী শহিদুল ইসলাম, ল্যাবটেকনিশিয়ন চম্পা খাতুন, আরিফুল ইসলাম, কম্পিউটার ল্যাব মাহমুদুল হক, মোস্তাফিজুর রহমান, এসমাঈল হোসেন, আব্দুর রউফসহ কলেজের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
##

সিডকো প¬ান্ট ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সাধারণ সভা

News-pic-07
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ার পৌর সদরের মুরারীকাটি সিডকো প¬ান্ট ম্যানেজমেন্ট কমিটি“আমাদের কলারোয়া প্রকল্পের” বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মুরারীকাটি ক্লিনিকে কলারোয়া পৌরসভা, ওয়াটার এইড ও ঢাকা আহছনিয়া মিশনের সার্বিক সহযোগিতায় পৌর কাউন্সিলর শেখ ইমাদুল ইসলাম ইমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র আকতারুল ইসলাম। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর ইঞ্জিনিয়ার ওজিহুর রহমান,কলারোয়া শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল¬াহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ¬ব, ওয়ার্টার এইড এর প্রেগ্রাম ম্যানেজার কলিমুল¬াহ কলি, ঢাকা আহছনিয়া মিশনের প্রজেক্ট কো-অডিনেটর শাকওয়াত হোসেন, মনিটরিং অফিসার বিপ¬ব হোসেন, টেনিং অফিসার ফারুক হোসেন, ইঞ্জিনিয়ার শেখ লুৎফর রহমাম, প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, শিক্ষক শেখ নুরুরল্লাহ, শেখ জামিল হোসেন, ফারহানা হোসেন, লুৎফুননেছা, সন্ধ্যা রাণী বর্মণ, মেজবাদউদ্দিন নিলু, আলফাজউদ্দিন, সিডকো প¬ান্ট ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক মিনা বেগম, কোষাধ্যক্ষ কবি আজগর আলী, সদস্য শেখ শহিদুল ইসলাম, মাওলানা ওসমাণ গণি, নিমাই চন্দ্র সাহা,  আশরাফ আলী, নছিমউদ্দিন, আবু বকর সিদ্দীক, সেলিনা বেগম, মনোয়ারা বেগম, শ্রীকান্ত পাল, হাবিববুর রহমান, ইসহাক আলীসহ এই কমিটির ৩শ’৬০জন গ্রাহক উপস্থিত ছিলেন। উলে¬খ্য,গত এক বছরের আয় ব্যায়সহ বিভিন্ন বিষয় নিয়ে বার্ষিক সাধারণ সভায় আলোচনা করা হয়।
##

সাতক্ষীরা ক্রিকেট একাডেমি ও যশোর খড়কি স্পোটিং ক্লাব উত্তীর্ণ

কে এম আনিছুর রহমান,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ক্লেমন কলারোয়া ক্রিকেট একাডেমি টি২০ টুর্ণামেন্টের ১ম রাউন্ডের ৪র্থ ও ৫ম খেলায় যথাক্রমে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি ও যশোর খড়কি স্পোর্টিং ক্লাব উত্তীর্ণ হয়েছে। সোমবার কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে সকালে টসে জিতে ক্লেমন আছিয়া ক্রিকেট একাডেমি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ক্লেমন আছিয়া ক্রিকেট একাডেমি ১০৭ রান করে। দলের পক্ষে অয়ন সর্বোচ্চ ২৫ রান করে। এবং সাতক্ষীরা ক্রিকেট একাডেমির পক্ষে সালমান ৪ উইকেট লাভ করে। জবাবে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে সব্বোর্চ কাজল ৫৬ রান করে ম্যান অব দ্যা ম্যাাচ নির্বাচিত হন।  অপরদিকে বিকালে একই মাঠে  টসে জিতে গণমুখি ক্রিকেট একাডেমি যশোর খড়কি স্পোটিং ক্লাবকে ব্যাঠিংে আমন্ত্রন জানায়। নিধারিত ওভাবে খড়কি স্পোটিং ক্লাব ১৪৯ রান করে। দলের পক্ষে জামাল সর্বোচ্চ ৪৭ রান করে। জবাবে গণমুখি ক্রিকেট একাডেমি সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মোখলেছ সর্বোচ্চ ৩৩ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। মঞ্চে বসে খেলাটি উপভোগ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী জাহিদ,ক,পা.ই’র সাধারণ সম্পাদক এ্যাড.কামাল রেজা, কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান,আব্দুল ওহাব, মাস্টার ফজলুল হক রেজাউল করিম লাভলু, আলতাফ হোসেন আরিফুজ্জামান অপু প্রমুখ। ম্যাচটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন ও বদরুজ্জামান বিপ্লব ও নাজমুল হাসনাঈন মিলন। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম,শিক্ষক আব্দুল ওহাব মামুন ও জাহাঙ্গীর আলম। স্কোরারের দায়িত্বে ছিলেন মঞ্জুরুল আলম লিটন ও আব্দুল¬াহ আল যুবায়ের মাহি।