
কে এম আনিছুর রহমান, কলারোয়া ::
কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহি কাজীরহাট ডিগ্রি কলেজে সাতক্ষীরার তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বেলা ১১টায় এ উপলক্ষ্যে কলেজের আয়োজনে কলেজ চত্ত্বরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ, কলেজ অধ্যক্ষ এস এম সহিদুল আলম, কেরালকেতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার,কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,কাজীরহাট
হাইস্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান, কলেজ শিক্ষকদের পক্ষে প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রতœা, ছাত্রদের মধ্যে আলমগীর হোসেন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য আব্দুল হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,প্রধান শিক্ষক শামসুল হক, বিভিন্ন এলাকা থেকে সুধীবৃন্দ,কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোওয়াত করেন কলেজের ছাত্র আব্দুল মতিন ও গীতা পাঠ করেন নয়ন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংরেজী বিভাগের প্রভাষক ইদ্রিস আলী।
##