
কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
কলারোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে একটি মেরি গো রাউন্ড (শিশুদের খেলনা) উপহার হিসাবে প্রদান করেন স্কুলের প্রাক্তন ছাত্র আরাফাত হোসেন জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজমুল হাসান, স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, শিক্ষক শাহিদা খাতুন, ফেরদৌসী পারভীন, কামরুন্নেছা, লাছমিনা খাতুন, শিরিন সুলতানা, সৈয়দা রিক্তা খানম, আনোয়ারা খাতুন, রবিউল ইসলাম, নাসরিন সুলতানা, তহমিনা সুলতানা, রাবেয়া বছরী প্রমুখ।
স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, ১৯২৯ সালে স্থাপিত স্কুলটিতে বর্তমানে ৭২০ জন শিক্ষার্থী আজ থেকে মেরি গো রাউন্ড ব্যবহার করে আনন্দ করতে পারবেন। এই খেলনাটা পেয়ে স্কুলের শিশু শিক্ষার্থীরা অনেক খুশি। তিনি প্রাক্তন ছাত্র আরাফাত হোসেন জুয়েলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
##