কলারোয়া সীমান্তে ইয়ারগান উদ্ধার


2780 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কলারোয়া সীমান্তে ইয়ারগান উদ্ধার
ডিসেম্বর ১২, ২০১৫ কলারোয়া ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কে এম আনিছুর রহমান, কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ছিনতাইকারীদের তাড়া করে একটি ইয়ারগান (নিউ ডায়না মডেল ৩৫) উদ্ধার করেছে বিজিবি।

তবে উদ্ধারকালে বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। এ ব্যাপারে শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী মাদরা বিওপি’র হাবিলদার বাশারাত বাদী হয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৩৭৯,তারিখ-১২/১২/১৫ইং) করেছেন।

মাদরা বিওপি’র কোম্পানী কমান্ডার আব্দুর রব জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হাবিলদার বাশারাতের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা সীমান্তবর্তী লাউডুপি মাঠের মধ্যে টহল দিচ্ছিলেন। এ সময় তারা দেখতে পান লাউডুপি মাঠের মধ্যে পাঁকা রাস্তার উপর  ৪/৫ জন লোক দাড়িয়ে আছে। বিজিবি সদস্যরা ফাঁকা মাঠের মধ্যে তাদেরকে দাড়িয়ে থাকতে দেখে তাদের সাথে চ্যালেঞ্জ করলে তাদের কাছে থাকা একটি ইয়ারগান ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরে ইয়ারগান উদ্ধারসহ জব্দ করে উর্দ্ধতন কর্মকর্তাদের পরামর্শে শনিবার দুপুরে কলারোয়া থানায় জমা দেন এবং একটি সাধারণ ডায়েরী করেন।

এলাকবাসী জানায়, মাঝে মধ্যে ওই স্থানে ছিনতাইকারীরা  অবস্থান নিয়ে ছিনতাই করে। উদ্ধারকৃত ইয়ারগান ছিনতাইকারীদের হতে পারে বলে বিজিবি সাধারণ ডায়েরীতে উল্লেখ্য করেছেন।