
কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে সোনাই নদী থেকে ৪৮ হাজার টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার সকাল সাড়ে নয়টার দিকে কলারোয়া উপজেলার গাড়াখালী সীমান্তের সোনাই নদীতে ভাসমান বস্তায় ভর্তি এসব টাকা উদ্ধার করা হয়।
কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার রতন ভয়েস অব সাতক্ষীরাকে জানান,শনিবার ওই সময় তার নেতৃত্বে ওই সীমান্তের মেইন ১৩ এর তিন নং সাব পিলারের সন্নিকটে চোরাচালান বিরোধী টহলকালে সোনাই নদীর ধারে একটি ভাসমান বস্তা দেখতে পায়। বস্তাটি পানি থেকে উঠিয়ে এর মধ্য থাকা পলিথিনে মোড়ানো দুই টাকার নোট মোট ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
৩৩ বিজিবির কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সামছুল আলম টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত কওে ভয়েস অব সাতক্ষীরাকে বলেন, উদ্ধারকৃত টাকা জব্দ তালিকা করা হয়েছে।
##