
কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
সাতক্ষীরার কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পে আটক দুই নারী-পুরুষকে বিজিবি’র নিকট হস্তান্তর করেছে বিএসএফ। রোববার বিকালে উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস ৫ আরবী’র নিকট পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
হস্তান্তরকৃতরা হলেন-নড়াইল জেলার কালিয়ার তবিবুর শেখের ছেলে রাজিব শেখ (২৬) ও হরিশপুর গ্রামের শ্রী দয়াল বিশ্বাসের স্ত্রী সম্পা বিশ্বাস (১৮)।
উপজেলার কাঁকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার সামছুল আলম জানান, গত শনিবার রাতে ওই দুই ব্যক্তি অবৈধভাবে বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ করে হাকিমপুর বিএসএফ ক্যাম্প এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় ওই ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পে পত্র প্রেরন করে। রোববার বিকালে ওই সীমান্তে পতাকা বৈঠক শেষে বিএসএফ তাদেরকে বিজিবি’র নিকট হস্তান্তর করে। পরে তাদেরকে থানা পুলিশে সোর্পদ করা হয়।
এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে বলে ওসি বিপ্লব কুমার নাথ জানান।