
কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানী মালামাল ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে বিজিবি ও চোরাচালানীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে ফাঁকা ১ রাউন্ড গুলি বর্ষণ করলে চোরাকারবারিরা পালিয়ে যায়। গত রোববার রাত পৌনে ১২টার দিকে উপজেলার কাকডাঙ্গা সীমান্তের মেইন পিলার ১৩/৩ এর নিকট কেঁড়াগাছি আমতলী এলাকায় অবৈধপথে নিয়ে আসা ভারতীয় মালামাল আটক করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার সামসুল হক ভয়েস অব সাতক্ষীরাকে জানান, রোববার ওই সময় তার ক্যাম্পের হাবিলদার আকরাম হোসেনের নেতৃত্বে সীমান্তের ওই এলাকায় চোরাচালান বিরোধী টহলকালে একদল চোরাকারবারিকে ধাওয়া করে। এ সময় তাদের কাছে থাকা দুই টোবলা ভারতীয় দামি শাড়ি ফেলে পালিয়ে যায়। পরে চোরাকারবারিরা সঙ্ঘবদ্ধ হয়ে ফেলে যাওয়া দুই টোবলা শাড়ি বিজিবি’র নিকট থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে ফাঁকা ১ রাউন্ড গুলি বর্ষণ করলে চোরাকারবারিরা আতংকিত হয়ে পালিয়ে যায়।
সোমবার দুপুরে উদ্ধারকৃত দুই টোবলা শাড়ি বিজিবি’র সাতক্ষীরা হেড কোয়াটারে জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান এক রাইন্ড গুলি বর্ষণসহ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
##