
অনলাইন ডেস্ক ::
রাজধানীর কাজীপাড়ায় একটি এমব্রয়ডারি কারখানায় আগুন লেগে ৩ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত তিনটার দিকে লাগে। ফায়াস সার্ভিসের ছয়টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের মিজানুর রহমান শনিবার সকালে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পূর্ব কাজীপাড়ায় সাদিত সোর্সিং নামে একটি ছয়তলা এমব্রয়ডারি কারখানার নিচতলায় আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।