কাজীরহাটে প্রাইম এম সি সোসাইটির নিজস্ব কার্যালয় উদ্বোধন


539 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কাজীরহাটে প্রাইম এম সি সোসাইটির নিজস্ব কার্যালয় উদ্বোধন
জুলাই ১১, ২০১৫ কলারোয়া ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কে এম আনিছুর রহমান,কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়ায় কাজীরহাটে প্রাইম এম সি সোসাইটির নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার কাজীর হাট বাজারে প্রাইম এম সি সোসাইটির শুভ উদ্বোধন করা হয়। প্রাইম এমসি সোসাইটির কলারোয়া শাখার ব্যবস্থাপক ও প্রাইম এমসি সোসাইটির চেয়ারম্যান ইমাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজীরহাট বাজার কমিটির সভাপতি আব্দুল হামিদ সরদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামে মসজিদের ঈমাম মাও: কামরুল ইসলাম,আব্দুর রাজ্জাক, মফিজুল ইসলাম,কাজীরহাট শাখার ম্যানেজার গোলাম  সরোয়ার, মাঠ কর্মী শাহাজাহান কবীর,অফিস সহকারী কবীর, রুস্তম আলী,আলমগীর কবির,সাংবাদিক কে এম আনিছুর রহমান,ফিরোজ জোয়ার্দ্দার,কলেজ ছাত্রী পারুল,শামসুন্নাহার পাখি, জয়নাল আবেদীন,সালমা খাতুন প্রমুখ। আলোচনা শেষে ১৯ জন গ্রুপ লেডারের হাতে একটি করে ছাতা উপহার দেওয়া হয়। পরে সেখানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।