কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত


843 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত
মার্চ ১২, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::

ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার একটি উড়োজাহাজ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে।

সোমবার দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে উড়োজাহাজটি ছেড়ে যায়।

উড়োজাহাজটি থেকে যাত্রীদের উদ্ধারে তৎপরতা।

দ্য হিমালয়ান টাইমসের খবরে বলা হয়েছে, সোমবার দুপুরে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। বিমানবন্দর এলাকায় ধোঁয়া দেখা গেছে। উদ্ধার অভিযান শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের কর্মকর্তারা  জানিয়েছেন, উড়োজাহাজ থেকে ধোঁয়া বের হতে এবং তাড়াহুড়ো করে যাত্রীদের বেরিয়ে আসতে দেখেছেন তারা। তবে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানাতে পারেননি কর্মকর্তারা।

ইউএস-বাংলার উড়োজাহাজটি থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

 

নেপাল পুলিশের মুখপাত্র মনোজ নেউপানে বলেন, উদ্ধার অভিযান চলছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ইউএস-বাংলার উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ার পর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে।