কাঠমান্ডু গেলেন মেডিকেল টিমের সদস্যরা


471 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কাঠমান্ডু গেলেন মেডিকেল টিমের সদস্যরা
মার্চ ১৫, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত বাংলাদেশিদের ডিএনএর নমুনা সংগ্রহের জন্য নেপাল গেল একটি মেডিকেল টিম।

৯ সদস্যের এ টিম বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নেপালের উদ্দেশে রওনা দেয়।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টিএমের সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ।

তিনি বলেন, আমরা সেখানে যাবো এরপর পরিস্থিতি অবজারভেশন করবো। এরপর পরিস্থিতি বলে দেবে আমাদের সেখানে কতদিন থাকতে হবে।

এ টিমের সদস্যরা হলেন- ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. লুতফর কাদের লেনিন, ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ, ঢামেকের সহকারী অধ্যাপক ডা. হোসেন ইমাম, অধ্যাপক ডা. মনসুর রহমান, ডা. এ কে এম ফেরদৌস রহমান ও ডা. মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এছাড়া এ টিমে আরও আছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সহকারী অধ্যাপক ডা. মুশফিকুর রহমান, ডা. রিয়াদ মজিদ ও সহকারী রেজিস্টার ডা. রাজিব আহমেদ।

গত সোমবার দুপুরে ৭১ আরোহী নিয়ে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করা ইউএস-বাংলার একটি উড়োজাহাজ ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয়।ৱ

দুর্ঘটনায় ৫১ জন নিহত হন। যার মধ্যে ২৬ জন বাংলাদেশি। দুর্ঘটনায় আহত ১০ বাংলাদেশিকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।