কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন


488 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন
ফেব্রুয়ারি ১১, ২০১৬ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার :
পুলিশ সুপার চৌধুরি মঞ্জুরুল কবির, পিপিএম (বার) বলেছেন, খেলাধুলা হলো মনের খোরাক। মানুষের মনকে ভালো ও স্বতেজ রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি আরো বলেছেন, খেলাধুলা পুলিশের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। খেলাখুলার সাথে থাকলে সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজ কমে যাবে। ২০১৩ সালে যে সহিসংতা হয়েছিলো তা বর্তমানে নেই উল্লেখ করে তিনি আরো বলেন, খেলাধুলার সাথে সম্পৃক্তরা এসব কাজে জড়াতে পারে না। বৃহস্পতিবার কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, সহকারী শিক্ষক আব্দুল মালেক। সমগ্র ক্রিয়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রিড়া শিক্ষক আবু সাঈদ।