
সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ ::
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ এর উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, ৩নং ওয়ার্ড সদস্য পদে ৪জন ৩১ জানুয়ারী কালিগঞ্জ নির্বাচন অফিসার জমিরুল হায়দারের কাছে মনোনয়নপত্র দাখিল করে। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের দলীয় মনোনীত কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীরীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, জাতীয় পাটির দলীয় মনোনিত প্রার্থী প্রয়াত চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেনের স্ত্রী আকলিমা খাতুন লাকী, ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান ঢালী, ও স্বতন্ত্র প্রার্থী মুজিবর রহমান। অপরদিকে ৩ নং ওয়ার্ড সাধারন সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সাইফুর রহমান ঢালী, ফারুক হোসেন, আরব আলী, ডাঃ শেখ মনিরুল ইসলাম মনু। উপ-নির্বাচনের জন্য ঘোষিত তফশীল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ জানুয়ারী বৃহস্পতিবার। কালিগঞ্জ উপজেলা উপজেলা নির্বাচন অফিসার জামিরুল হায়দার জানান, যাচাই বাছাই হবে ৩ ফেব্রুয়ারী ও মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারী। চুড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ফেব্রুয়ারী এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারী। উল্লেখ্য গত ৮ সেপ্টেম্বরে সন্ত্রাসীদের গুলিতে নিহত জনপ্রিয় চেয়ারম্যান কে,এম মোশাররফ হোসেন ও তার কয়েক দিন পর নিহত হয় ৩ নং ওয়ার্ডের মেম্বর আব্দুল জলিল। চেয়ারম্যান ও মেম্বর মারা যাওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।