
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ :
কালিগঞ্জ উপজেলার খানজিয়া সাইক্লোন সেন্টারে নীলডুমুর ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খানজিয়া কোম্পানির আওতাধীন সেয়ারা সাইক্লোন সেন্টারে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নায়েক সাদেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নীলডুমুর ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফারুক আহম্মদ, নলতা ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান সেলিম, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, জনপ্রতিনিধি স্থানীয় মেম্বর, স্কুল শিক্ষক, গরু ব্যবসায়ী, গরু রাখাল এবং সীমান্ত এলাকায় বসবাসরত শতাধিক জন সাধারণ। “সীমান্তে অপরাধ নিমূলে জনসচেতনতা” বিষয়ক মতবিনিময় সভায় মানব পাচার রোধ, সীমান্তে হত্যা বন্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ, আন্ত সীমান্ত অপরাধ বন্ধ, নারী ও শিশু পাচার বন্ধ, মাদকদ্রব্য পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ সহায়তা ও আশ্রয় প্রদান, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাকারবারীদের সনাক্ত করণে সহযোগিতা, অবৈধভাবে গরুর রাখালদের গরু আনার উদ্দেশ্যে ভারতে প্রবেশ এবং ভারত হতে আনা গবাদি পশু করিডোর ব্যতীত পাচার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।