
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জ ইসলামী ব্যাংকের উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপহার বিতারণ করা হয়েছে। ‘‘আদর্শ গ্রাম বাংলাদেশের প্রান, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্যাংকের ব্যাবস্থাপক সিনয়র প্রিন্সিপাল অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান শিমুল, প্রকল্প কর্মকর্তা মোঃ সুরমান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের সেকেন্ড অফিসার মিজানুর রহমান, সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এস এম আহম্মাদউল্লাহ বাচ্চু, শেখ আবু হাবিব, অভিভাবক সাইদুল ইসলাম, অভিভাবিকা মোমতাজ বেগম, ব্যাংকের সহকারী প্রকল্প কর্মকর্তা আমজাদ হোসেন, ফিল্ড অফিসার মোঃ রবিউল ইসলাম, জুুনিয়ার ইউনিট অফিসার আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ। এরই ধারাবাহিকতায় ২০১৫-১৬ শিক্ষা বর্ষে পঞ্চম শ্রেনী থেকে দশম শ্রেনী পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করার জন্যে কালিগঞ্জ শাখার পক্ষ থেকে ২৮৯ জন শিক্ষার্থীকে এ উপহার প্রদান করা হয়।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক ছাত্র-ছাত্রী ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারী সহ সুধী ও সাংবাদিক বৃন্দ।