
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ:
উত্তর কালিগঞ্জ শিল্পকলা আকাডেমির আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭ তম জন্মজয়ন্তি উৎযাপন উপলক্ষে শুক্রবার বিকালে এক আলোচনা সভা, কবিতা পাঠ ও নজরুল সংঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আকাডেমির পরিচালক এ টি এম রেজাউর হক রেজার সভাপতিত্বে ও কালিগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চলানায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ঢাকা থিয়েটার কেন্দ্রীয় কমিটির সদস্য আলফাজ হোসেন, তিনি বরেন কাজী নজরুল ইসলাম ছিলেন একজন অস্প্রদায়িক কবি তার লেখা গান কবিতা ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে অনুপ্রেরণা যুগেয়েছিল। আমাদের সকল কাজে রবিন্দ্র ও নজরুলকে স্বরণ ও চর্চা করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সঞ্চিয়তা মন্ডল, লিপিকা আচার্য, আহাছান জান্নাত বাবু, সঙ্গীত পরিবেশন করেন সঞ্চয় সরকার, তাপস ঘোষ, প্রিয়ংকা আচার্য, আহম্মাদ সামির, সঞ্চয়িতা, লিপিকা প্রমুখ।###