
কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলায় কিশোর-কিশোরীদের সামাজিক নিরাপত্তা ও বাল্যবিবাহ রোধে এক ডায়ালগ অনুষ্ঠান সোমবার বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দীন হাসান। তিনি বলেন একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে বাল্য বিবাহমুক্ত পরিবেশ অপরিহার্য। সমাজের সর্বত্রই নারীর সাফল্যের কীর্তিগাথা রয়েছে। নারীকে না দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। অপর দিকে তিনি তার বক্তব্যে শিশুশ্রম প্রতিরোধের পাশাপাশি তাদের যথাযথ পরিবেশের মধ্য দিয়ে গড়ে তুলতে সকলকে আহব্বান জানায়। ডায়ালগ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ধলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, রেডিও নলতার স্ট্রেশন ম্যানেজার সেলিম শাহারিয়ার, কালিগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান শিমুল, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক। বে-সরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর ও মিডিয়া পাটনার রেডিও নলতার আয়োজনে রূপান্তরের কালিগঞ্জ এরিয়া ম্যানেজার বনানীদাশ বাসন্তীর সঞ্চালনায় ডায়ালগ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও কিশোর কিশোরীরা।
##
কালিগঞ্জ ভূমি কমিটির ত্রৈ-মাসিক সভা অনুুষ্ঠিত
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির ত্রৈ-মাসিক সভা সোমবার বেলা ১২ টায় উত্তোরন কালিগঞ্জ অফিসে অনুষ্ঠিত হয়েছে। ভূমি কমিটির কালিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল খালেক এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ভূমি কমিটির সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন ও ঈলাদেবী মল্লিক। সভায় আরো উপস্থিত ছিলেন ভূমি কমিটির সদস্য গাজী জাহাঙ্গির কবির, শেখ ইকবাল আলম বাবলু, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জিএম আব্দুল বারী, উত্তোরনের কালিগঞ্জ এরিয়া ম্যানেজার মোস্তাক আহম্মেদ, কালিগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান শিমুল প্রমুখ।