
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার কালিগঞ্জে চলন্ত ট্রাক থেকে পড়ে মুকুল সানা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের ভাড়াশিমলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রাক হেলপার মুকুল সানা জেলার শ্যামনগর উপজেলার নওয়াবেকি গ্রামের করিম সানার ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঠাকুরগাও জেলা থেকে আলু নিয়ে কালিগঞ্জের মৌতলা যাওয়ার পথে ভাড়াশিমলা পৌঁছানা মাত্র আলুর বস্তা বাধা একটি দড়ি খুলে যায়। মুকুল সানা চলন্ত অবস্থায় ওই দড়ি বাধতে যেয়ে ট্রাক থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে, আপত্তি না থাকায় তার মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।