কালিগঞ্জে জাতীয় অপরাধ পর্যবেক্ষণ কেন্দ্রের পরিচ্ছন্নতা অভিযানে শুরু


586 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কালিগঞ্জে জাতীয় অপরাধ পর্যবেক্ষণ কেন্দ্রের পরিচ্ছন্নতা অভিযানে শুরু
ফেব্রুয়ারি ১৮, ২০১৬ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

নলতা প্রতিনিধি:
পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিচ্ছন্ন সমাজ পরিচ্ছন্ন জাতীর পরিচায়ক। আর এই মহৎ কাজের উদ্যোগ নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জাতীয় অপরাধ পর্যবেক্ষণ ও আইনি সহায়তা কেন্দ্রের কালিগঞ্জ শাখা। সংগঠনটির উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা মোড় চত্বরে ময়লা ফেলার জন্য পকেট ডাস্টবিন স্থাপনের কাজ শুরু হয়। সমগ্র কালিগঞ্জকে ময়লা আবর্জনা মুক্ত পরিচ্ছন্ন এলাকা হিসাবে উপস্থাপন করতে সংস্থাটি এ উদ্যোগ নিয়েছে বলে জানা যায়। আর এ কাজের পিছনে উৎসাহ ও সহযোগিতা করে স্থানীয় লোকজনের মন কেড়েছেন আ.লীগ থেকে মনোনিত মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. ফিরোজ কবি কাজল। চেয়ারম্যান প্রার্থী কাজল বলেন, আমরা পরিচ্ছন্ন সমাজ গড়তে চাই। দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ গড়তে চাই। আর এজন্য সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এসব সামাজিক কাজ করে যাব। তিনি সুখে দুখে ইউনিয়নবাসীর পাশে থাকার অঙ্গিকার করেন। পরিচ্ছন্নতা অভিযানে পকেট ডাস্টবিন স্থাপনের সময় উপস্থিত ছিলেন জাতীয় অপরাধ পর্যবেক্ষণ ও আইনি সহায়তা কেন্দ্রের কালিগঞ্জ শাখার সমন্বয়কারী কাজী বুলবুল কবীর, সহ-সমন্বয়ক রুহুল আমীন, তদন্ত কর্মকর্তা মো. আকরাম হোসেন, লিটন, তথ্য অফিসার শামীম হোসেন, বসন্তপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সৈয়দ মোখলেছুর রহমান প্রমূখ সহ স্থানীয়রা।