
কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
২৫ মার্চ জাতীয় গনহত্যা দিবস পালন উপলক্ষ্যে কালিগঞ্জ ডাকবাংলা মোড় বদ্ধভূমি স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পন, নিরাবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গনহত্যা দিবস উপলক্ষ্যে সকাল ৯টায় বদ্ধভূমি স্মৃতি স্তম্ভে মাল্য অর্পন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন, কালিগঞ্জ সহকারী কমিশনার ভূমি নূর আহম্মেদ মাছুম, ওসি (তদন্ত) রাজিব হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম ফারুক, জাতীয় শ্রমিক লীগের শাহাজালাল প্রমুখ। পুস্পমাল্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোমতাজা হোসেন। এসময় গনহত্যা দিবসের শহীদদের স্বরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। এছাড়া উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।