কালিগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন


451 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কালিগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন
মার্চ ১০, ২০১৮ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ ::
কালিগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। “জানবে বিশ্ব জানবে দেশ দূর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ১০ মার্চ সকাল ১০ টায় উপজেলা প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বাহির হয়। র‌্যালীটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রনজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম। উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, নবযাত্রার প্রতিনিধি মাহফুজুল হক প্রমুখ। র‌্যালী ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারী কর্মকর্তা ও বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী। একই দিনে বেলা ১২ টায় উপজেলার ধুলিয়াপুর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দূর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর মহড়া। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, সরকারী কর্মকর্তা, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

##