কালিগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা


391 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কালিগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
এপ্রিল ৬, ২০১৬ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

সুকুমার দাশ বাচ্চু : কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৩ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান এর সভাপতিত্বে বর্ষবরন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় প্রতিবছরের ন্যায় এবছর ও বাংলা নববর্ষ বরণে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে।

কর্মসূচির মধ্যে পহেলা বৈশাখ সকাল ৮ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, সকাল ৯ টায় উপজেলা অফিসার্স ক্লাবে গ্রাম বাংলার ঐতিহ্য পান্তা অনুষ্ঠান, বিকালে উপজেলা পরিষদ মাঠে আকর্ষণীয় লাঠি খেলা, সন্ধ্যায় সোহরাওয়ার্দি পার্কে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র।

সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলাহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার ভূমি শিমুল কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আনারুল ইসলাম, কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল্লাহ আলম বাবু, নবনির্বাচিত মৌতরা চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দীন, দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সাংবাদিক

সুকুমার দাশ বাচ্চু, এ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিম, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রবিন্দ্রনাথ বাছাড়, কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদ আলী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা শায়েলা শারমিন উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল-আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলী প্রমুখ। নববর্ষের সকল কার্যক্রম সুষ্ঠ ভাবে অনুষ্ঠানে জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি শিমুল কুমার সাহাকে আহবায়ক করে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধী সূধীজন উপস্থিত ছিলেন।