কালিগঞ্জে বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থীদের পথসভায় বক্তব্য রাখলেন জেলা নেতৃবৃন্দ


454 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কালিগঞ্জে বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থীদের পথসভায় বক্তব্য  রাখলেন জেলা নেতৃবৃন্দ
মার্চ ১৫, ২০১৬ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয় ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথ সভা। ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আহছানউল্লাহ তরফদারের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি এইচ এম রহমাতুল্লাহ পলাশ। তিনি বলেন সঠিক, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে সাতক্ষীরা জেলার ধানের শীষ প্রতিকের সকল প্রার্থীই নির্বাচিত হবেন। কেননা জেলার মানুষ বর্তমান সরকারের রসানলে পড়ে সর্বশান্ত প্রায়। তাই তাদের প্রানের প্রতীক ধানের শীষে ভোট প্রয়োগের মাধ্যমে প্রতিবাদ জানানোর জন্য প্রস্তুত। পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন, তিনি বলেন দেশের মানুষ নিরবে ২২ মার্চ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপ্লব ঘটাবে। শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন করতে প্রশাসন ও নির্বাচন কমিশন আন্তরিক আছে। এই ধারাবাহিকতা মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির প্রার্থীদের বিজয় অবশ্যই হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষক দলের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, জেলা বাস্তহারা দলের সভাপতি শাহিন শাহারিয়ার রিপন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল খালেক, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক শেখ মোজাফ্ফার হোসেন, বিষ্ণুপুর ইউনিয়নের ধানের শীষের প্রার্থী, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জিএম রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এস এম রেদাউন ফেরদৌস রনি, ছাত্রনেতা আব্দুল হাকিম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান শিমুল। এ পথসভার আগে উল্লেখিত নেতৃবৃন্দ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে পথসভায় বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী জিএম রবিউল্লাহ বাহার। সন্ধ্যায় কুশুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শেখ এবাদুল ইসলামের পথসভা উপজেলা সদরের মোসলেমের হাটখোলায় অনুষ্ঠিত হয়।
##

কালিগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা ভোক্তা অধিকার কমিটির আয়োজনে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত হয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা। বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দীন হাসানের সভাপতিত্বে এবং এ্যাড জাফরউল্লা ইব্রাহিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা  আনোয়ারুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবল, মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার, বিশিষ্ঠ সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহামন, প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারিয়ার, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি সুকুমার দাশ বাচ্চু, সহায় এর কালিগঞ্জ শাখার ম্যানেজার মাসুদ মোস্তফা সোহেল প্রমুখ। অনুষ্ঠানে  বক্তাগন ভোক্তা অধিকার দিবসে শফত নিতে হবে উপজেলা এলাকায় বিক্রেতা গন যাহাতে ওজনে কম না দিতে পারে এবং ক্রেতারা যেন না ঠকে সে দিকে সজাগ দৃষ্টি রেখে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে।
##

কালিগঞ্জের শোতায় গুটি ইউরিয়া ব্যবহারে উপকারিতা বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
যথাযথ প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করার লক্ষ্যে গতকাল বেলা ১০ টায় উপজেলার কৃষ্ণনরগ ইউনিয়নে শোতা গ্রামে  অনুষ্ঠিত হয় গুটি ইউরিয়া ব্যবহার বিষয়ক মাঠ দিবস ।  অত্র ইউনিয়নের সুবিধাভোগী ১ শ জন কৃষক কৃষানীর অংশগ্রহনে কৃষি উৎপাদক শীলতা উন্নয়ন তরান্বিত করার প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকল্পের ঢাকা কো-অপারেটিভ কর্মকর্তা জাফর আহম্মেদ, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকল্পের অডিট অফিসার নাজমুল আহসান, উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি উৎপাদক শীলতা উন্নয়ন তরান্বিত করার প্রকল্পের ফিল্ড অফিসার হাবিবুর রহমান।
##

ধলবাড়িয়া ইউনিয়নে শিশু নির্যাতন মুক্ত গন ঘোষনা অনুষ্ঠান

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
কালিগঞ্জ ১০ নং ধলবাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডকে শিশু নির্যাতন মুক্ত গন ঘোষনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১ টায় অত্র ইউনিয়নের গনেষপুর প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তরের আয়োজনে গনঘোষনা দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিকুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, রূপান্তরের উপজেলা ম্যানেজার বনানী দাশ বাসন্তী, ইউপি সদস্য খাইরুল ইসলাম, ডাবলু ডিসি সম্পাদক শুভ্র মল্লিক, ইউপি সদস্য সামসুর রহমান, প্রমুখ।
##

মথুরেশপুর আ’লীগের সভাপতিকে দলীয় শৃংখলা
ভঙ্গের অভিযোগে সভাপতি পদ থেকে অব্যহতি

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সভাপতি শেখ মোখলেছুর রহমান মুকুলকে দলীয় শৃঙ্খলা অভিযোগে ও দলীয় প্রার্থীর অপেন বিরুধিতা করায় সামায়িক ভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান ও সাধারন সম্পাদক সাইদ মেহেদীর যৌথ স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় শেখ মোখলেছুর রহমান মুকুলকে অদ্য হতে সমস্ত দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।