
সুকুমার দাশ বাচ্চু , কালিগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ইউপি নির্বাচনে কালিগঞ্জ উপজেলার ৯ নং মথুরেশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়নের প্রত্যাশায় ও ভোটারদের দৃষ্টি আকার্ষনে দৌড় ঝাঁপ শুরু করেছে। ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন মানুষদের সাথে গনসংযোগ মতবিনিময় সভা সহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। নির্বাচনের তপশীল ঘোষনা না হলেও সম্ভাব্য প্রার্থীরা গ্রাম গঞ্জে, পাড়ায় পাড়ায়, বিভিন্ন বাজার ও রাস্তার মোড়ে জনবহুল স্থানে নানা অনুষ্ঠানে অংশ গ্রহনের পাশাপাশি ভোটারদের শুভেচ্ছা কামনায় নানা তৎপরতা চালাচ্ছে। এর ফলে ভোটারদের মাঝে নির্বাচনি আমেজ লক্ষ্য করা যাচ্ছে। আগামী মার্চ মাসে নির্বাচন হওয়ার কথা থাকলেও সরকার এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষনা দেওয়ায় প্রার্থীরা দলীয় মনোনয়ন লাভের আশায় উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের অলি গোলী পাড়ায় পাড়ায় মহল¬ায় উঠান বৈঠক, রাস্তার মোড়ে এবং চায়ের দোকানে প্রার্থীদের নিয়ে বিচার বিশে¬ষন চলছে। আর প্রার্থীরা ভোটারদের দৃষ্টি আকার্ষন করতে নানা উন্নয়নের প্রতিশ্র“তি দিচ্ছেন। মথুরেশপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে উপজেলা আ’লীগের কাউন্সিলার মথুরেশপুর ইউপির বার বার নির্বাচিত সদস্য কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বর্তমান ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল হাকিম অপর প্রার্থী ইউনিয়ন আ’লীগ সভাপতি মোখলেছুর রহমান মুকুল তিনি ও দলীয় মনোনয়ন প্রাপ্তীর আশায় দলীয় নেতা কর্মীদের মনোরঞ্জনে বসে নেই, দলীয় কাউন্সিলারদের নিয়ে আলোচনা সভা সহ উপজেলা, জেলা ও কেন্দ্রী নেতৃবৃন্দের দৃষ্টি আকার্ষনে ব্যাস্ত সময় পার করছেন, তিনি বলেন বিগত দিনে দলের দূরসময়ে আন্দলন সংগ্রামে এক জন নিষ্ঠাবান ত্যাগী কর্মী হিসাবে কাজ করেছেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি নির্বাচন হওয়ার পর ইউনিয়নের প্রভুত উন্নয়ন করেছেন। যার ফলে সাধারন মানুষের প্রত্যাশার প্রতিফালন ঘটিয়ে তিনি দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি আরো বলেন দলীয় মনোনয়ন যদি নাও পান তাহলে দলীয় সিদ্ধান্ত মেনে এলাকার উন্নয়নে কাজ করবেন। সতন্ত্র প্রার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শেখ মুজিবর রহমান জানান তিনি বর্তমান সমাজের অধিকার বঞ্চিত অবহেলিত মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলে অত্র ইউনিয়নকে একটি আদর্শ মডেল ইউনিয়নে রূপান্ত্রিত করবেন। অপর সতন্ত্র প্রাথী মিজানুর রহমান গাইন গতবারের ইউপি নির্বাচনে অংশগ্রহন করে ইউনিয়নের একজন জন দরদী বন্ধু হিসাবে মানুষের মাঝে আলোচনায় আসেন তিনি বলেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলে সকল দলীয় নেতা কর্মী ও সমার্থকদের নিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাবেন। এদিকে জাতীয় পটির উপজেলা শাখার দীর্ঘদিনের সভাপতি জেলা জাতীয় পাটির সহ সভাপতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ উন্নয়ন সংগঠনের সাথে জড়িত মথুরেশপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন এবছর নির্বাচনে অংশগ্রহন বিষয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে দলীয় নেতা কর্মী ও সমার্থকদের মাঝে আলোচনা অব্যাহত রেখেছেন। নেতাকর্মী সমার্থক ও ইউনিয়ন বাসীর মতামতের ভিত্তিতে আগামী ২০ ফেব্র“য়ারীর পর এবিষয়ে আনুষ্ঠানিক ঘোষনা দেবেন বলে প্রতিবেদককে জানান। এসময় বলেন জীবন দশায় ইউনিয়ন বাসির সাথে আছি এবং থাকব। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসাবে মথুরেশপুর ইউনিয়নে বিএনপির কোন দলীয় নেতা কর্মীকে মাঠ ময়দানে ও গ্রাম গঞ্জে প্রচার প্রচারনায় দেখা না গেলেও শেষ মুহুর্তে মথুরেশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রর্থীর সংখ্যা বৃদ্ধি পাবে বলে এলাকার সূধী মহাল ধারনা করছেন।