
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ ::
২৬ মার্চ গৌরবময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা অর্জনে দীর্ঘ সংগ্রামে অবতীর্ণ হয়েছে বীর বাঙ্গালী। বুকের তাজা রক্ত দিয়ে ছিনিয়ে এনেছে লাল সবুজের পতাকা। স্বাধীনতা সূর্যের আহবানে যাদের ত্যাগ তিতিক্ষা ও পরম আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে কর্মসূচির মধ্যে রয়েছে। প্রত্যুষে কালিগঞ্জ থানা চত্তরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান পাঠ, বাসভবন ও অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৭ টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক বিজয় স্তম্ভে পুস্পমাল্য অর্পন, সকাল সাড়ে ৭ টায় কালিগঞ্জ মহৎপুর সরকারী কবরস্থানে শহীদ বীরমুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, সকাল ৮ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে সারা দেশের সাথে একযোগে জাতীয় সংগীত পরিবেশন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার বিডিপি, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড এবং শিক্ষা ও সমাজিক প্রতিষ্ঠান কর্তৃক কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শণী। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়মে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সকাল ১১ টায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা, বাদ যোহর সুভিদা মতন সমায়ে সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জনমত সৃষ্টি এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠান/প্রার্থনা।, দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাদ্য পরিবেশন, বেলা ৩ টায় উপজেলা লেডিস ক্লাবে মহিলাদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৫ টায় উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগীতা, সন্ধ্যা ৭ টায় কালিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান সকল অনুষ্ঠান সুষ্ট ভাবে বাস্তবায়নের জন্য বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করেছে।
##