কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন


529 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মার্চ ২৬, ২০১৮ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ ::
২৬ মার্চ গৌরবময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা অর্জনে দীর্ঘ সংগ্রামে অবতীর্ণ হয়েছে বীর বাঙ্গালী। বুকের তাজা রক্ত দিয়ে ছিনিয়ে এনেছে লাল সবুজের পতাকা। স্বাধীনতা সূর্যের আহবানে যাদের ত্যাগ তিতিক্ষা ও পরম আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে প্রত্যুষে কালিগঞ্জ থানা চত্তরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান পাঠ, বাসভবন ও অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে। সকাল ৭ টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক বিজয় স্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম, ওসি (তদন্ত) রাজিব হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের গোলাম ফারুক, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুসহ সাংবাদিকবৃন্দ, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সুশীলন ও বন্ধু কল্যান সমিতির পক্ষে মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহাবুবর রহমান, কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, কাটুনিয়া রাজবাড়ী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অলিউল ইসলাম, কালিগঞ্জ পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব ওয়াজেদ আলী, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, হাজি তফিল উত্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রমিজউদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মনিরুল ইসলাম মনিসহ শ্রমিকবৃন্দ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আব্দুস সবুর, উপজেলা কৃষক লীগে সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্র লীগের সভাপতি শাওন আহম্মেদ সোহাগ, তাঁতী লীগের সভাপতি আমের আলী, নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির (ভারপ্রাপ্ত) সভাপতি ডাঃ শফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পণ করেন। সকাল সাড়ে ৭ টায় কালিগঞ্জ মহৎপুর সরকারী কবরস্থানে শহীদ বীরমুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। সকাল ৮ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে সারাদেশের সাথে একযোগে জাতীয় সংগীত পরিবেশন ও আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুহ্জামান। এসময় মঞ্চে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা গোলাম মাঈন উদ্দিন হাসান, অফিসার ইনচার্জ সুবির দত্ত। জাতীয় পাতাকা উত্তোলনের পর অতিথিবৃন্দ প্যারেড পরিদর্শন করেন ও শান্তি প্রতীক কবুতর উড়ান। এসময় উপজেলা পরিষদ মাঠে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার বিডিপি, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড এবং শিক্ষা ও সমাজিক প্রতিষ্ঠান কর্তৃক কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করেন। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়মে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য এসএম, জগলুল হায়দার। উপজেলা সমাজসেব কর্মকর্তা শহিদুর রহমান শহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ও সংবধিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, সাবেক কমান্ডার শেখ নাসির উদ্দিন, কালিগঞ্জ থানার ওসি তদন্ত রাজিব হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়র মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রমুখ। সকাল ১১ টায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগীতা অনষ্ঠিত হয়। বাদ যোহর সুবিধা সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জনমত সৃষ্টি এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠান/প্রার্থনা।, দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাদ্য পরিবেশন, বেলা ৩ টায় উপজেলা লেডিস ক্লাবে মহিলাদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৫ টায় উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগীতা ও সন্ধ্যা ৭ টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সুকুমার দাশ বাচ্চু, শেখ ইকবাল আলম বাবলু, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম ও শিক্ষক কনিকা রানী সরকার। এছাড়া নলতা ইউনিয়ন আওয়ামীলগের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক সহ কলেজের শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
##