
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ ::
কালিগঞ্জ শিক্ষা অফিসের মাধ্যমে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে হতদরিদ্র দুইজন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে ১২ হাজার টাকা প্রদান করা হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত সততা সংঘ অস্বচ্ছল মেধাবী ছাত্র ছাত্রীদের টাকা প্রদানের আওতায় কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে ১১ আগষ্ট সকাল ১০টায় টাকা প্রদান করা হয়। টাকা প্রাপ্তরা হলেন কালিগঞ্জ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র খান আজমীর হোসেন ও কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মাকসুদা আক্তার, এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, এর আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে অনলাইন ভিত্তিক সাংষ্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।