
স্টাফ রিপোর্টার ::
কালিগঞ্জ থানা’র আয়োজনে গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় যথাযোগ্য ও ভাবগাম্ভীর্যয়ের মধ্য দিয়েই গণসচেতনতা, আইন প্রতিশ্রদ্ধাশীল এবং বাংলাদেশ পুলিশ বাহিনী জনগণের নিরাপত্তা বিধানে প্রকৃত বন্ধু শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতাউর রহমান, থানার ওসি ( তদন্ত) মোহাম্মাদ রাজিব হাসান, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জি এম আব্দুল হাকিম, কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিশিষ্ট সাহিত্যিক ও প্রবন্ধিক অধ্যাঃ গাজী আজিজুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম দুলাল, মহিলা আওয়ামীলীগের উপজেলা কমিটির সভানেত্রী জেবুন্নাহার জেবু, নলতা ইউপি সদস্য হারুন, গ্রাম পুলিশ রফিকুল ইসলাম প্রমুখ। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, গ্রাম পুলিশ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।