
রাহাত রাজা: শ্রী রামকৃষ্ণ ঠাকুরের ১৮১তম জন্মোৎসব উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশদহ সেবাশ্রম কেন্দ্রে র্যালি ও আলোচনা সভা গতকাল সকাল ৯টায় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সভায় উদয় কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ, বিশেষ অতিথি যশোর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রকাশানন্দজী মহারাজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিন শ্রীপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান প্রশান্ত সরকার, দীনবন্দু মিত্র, কবি প্রানকৃষ্ণ সরকার, কল্যানী রায়, পশুপতি সরকার, রণজিত স্বর্ণকার প্রমূখ। এছাড়া রামকৃষ্ণ ঠাকুরের ১৮১তম জন্মোৎসব উপলক্ষে ভোর ৫টায় মঙ্গলারতি, বৈদিক স্তোত্র পাঠ ও সমবেত প্রার্থনা। সকাল ৭টায় র্যালী, ৮টায় ঠাকুরে দেবীতে স্থাপনপূজা হোমযজ্ঞ ভজনগীত, কথামৃত পাঠ ও পুষ্পাঞ্জলি। ১২টায় স্বামী বিবেকানন্দের বিষয়ে প্রবন্ধ পাঠ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বিকেলে শ্রী রামকৃষ্ণ ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা: প্রনব কুমার রায়।