
সুকুমার দাশ বাচ্চু , কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা তথ্য আফিসের আয়োজনে পহেলা মার্চ বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে সম্পৃক্ত করণের লক্ষ্যে ভিষন ২০২১ শীর্ষক জেলা তথ্য অফিসারের এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্স অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ সিরাজুল হক মল্লিক। সম্মানিত অতিথি হিসাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নবাগত নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দীন হাসান। এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাইফুল বারী, রিপোটার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদ সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা কর্মরত সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।আজ ২ মার্চ উপজেলা অডিটোরিয়ামেবেলা ১১ টায় ভিষন ২০২১ শির্শক বিষয়ের উপর মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, নারী ও শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, আতœকর্মসংস্থান সহ, বিভিন্ন বিষয়ে অবহিত করণ এবং উন্নয়ন কার্যক্রম সম্পৃকতকরণের লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হবে।