
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ :
কয়েকদিনে টানা বর্ষনে বাংলাদেশ-ভারত সীমান্ত ইছামতি নদীতে অতিরিক্ত জোয়ারে পানি বৃদ্ধিতে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খারহাট এলাকায় ভেড়ীবাধে ফাটল দেখা দিয়েছে। যে কোন সময়ে ভেঙে গিয়ে জোয়ারের পানিতে বিস্তির্ণ এলাকা প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯ টায় ভাঙ্গন কবলিত খারহাট ভেড়িবাধ এলাকা পরিদর্শন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ ভূমি অফিসের সার্বেহার সফিকুল ইসলাম, কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কাজের ওয়ার্ক এ্যাসিসটেন্ট সফিসহ স্থানীয় ব্যাক্তিবর্গ। ইছামতি নদীর ভারতের ওপারে চব্বিশ পরগনা হিঙ্গলগঞ্জ এবং বাংলাদেশের এপারে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়া শিমলা ইউনিয়ন খারহার ভেড়িবাঁধটি প্রতিবছরই বর্ষার সময় ভাঙ্গন দেখা দেয়। বর্তমানে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় যে কোন সময় ভেড়িবাধ ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত হতে পারে । এলাকার হাজার হাজার বিঘা চিংড়ি মাছের ঘের, পুকুর, খেতের ফসল সবজি, কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জরুরী ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে খারহাট ভাঙন কবলিত এলাকায় বালির বস্তা ফেলা হচ্ছে।