কালিগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যা


638 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কালিগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যা
মার্চ ১৪, ২০১৮ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

ইব্রাহিম খলিল ::
সাতক্ষীরার কালিগঞ্জে নাসিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে তার পাষন্ড স্বামী জালাল সানা।

মঙ্গলবার গভীর রাতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনটি ঘটে।

স্ত্রীকে হত্যার পর সকালে স্বামী জালাল সানা থানায় যেয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছে। গৃহবধু নাসিমা খাতুন দু’মেয়ে সন্তানের জননী।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত ভয়েস অব সাতক্ষীরাকে জানান, নাসিমা-জালাল দম্পত্তি দিনমজুরের কাজ করে সংসার নির্বাহ করেন। তাদের ৮ম শ্রেণীতে ও দশম শ্রেণীতে পড়–য়া দুটি মেয়ে রয়েছে। সম্প্রতি জালাল সানা মানসিকভাবে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেছেন। যাকে-তাকে মারধর করাসহ মানুষের সাথে তিনি অসংলগ্ন আচরণ করছেন।

মঙ্গলবার রাতের কোন এক সময়ে তিনি তার স্ত্রীকে দাঁ দিয়ে জবাই করে হত্যা করেন। সকালেই তিনি থানায় এসে আত্মসমর্পণও করেছেন।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে।
##